এখনো কি
এখনো কি তুমি আগের মতোই ,
আমাকে ভীষণ ভালোবাসো ?
এখনো কি আমার কথা শুনে ,
রাঙিয়ে মুখ চুপি চুপি হাসো ?
এখনো কি সন্ধ্যাবেলা হলে ,
আমার পথ চেয়ে তুমি থাকো ?
এখনো কি নিশি ঘুমের মাঝে ,
বারে বারে আমায় তুমি ডাকো ?
এখনো কি তোমার হৃদয়খানি
বৃষ্টিভরা মেঘে ঢাকা দিনে ,
নির্জনতা সঙ্গী করে নিয়ে
কেঁদে ওঠে আমার পরশ বিনে ?
যদি রয় আমার স্মৃতিখানি
তোমার ওই মনের গহন নীড়ে ,
আমি ফিরে আসবো তুমি জেনো
তোমার ওই জীবন নদীর তীরে ।।
আমাকে ভীষণ ভালোবাসো ?
এখনো কি আমার কথা শুনে ,
রাঙিয়ে মুখ চুপি চুপি হাসো ?
এখনো কি সন্ধ্যাবেলা হলে ,
আমার পথ চেয়ে তুমি থাকো ?
এখনো কি নিশি ঘুমের মাঝে ,
বারে বারে আমায় তুমি ডাকো ?
এখনো কি তোমার হৃদয়খানি
বৃষ্টিভরা মেঘে ঢাকা দিনে ,
নির্জনতা সঙ্গী করে নিয়ে
কেঁদে ওঠে আমার পরশ বিনে ?
যদি রয় আমার স্মৃতিখানি
তোমার ওই মনের গহন নীড়ে ,
আমি ফিরে আসবো তুমি জেনো
তোমার ওই জীবন নদীর তীরে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩চমৎকার আশার বাণী। খুব ভালো লেগেছে
-
ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩--দারুণ গতিময় কাব্য--
-
Înšigniã Āvî ০৩/১০/২০১৩দারুন........
মনকাড়া