এ তো শুধুই গল্প না
নিজের সাথে নিজের সদাই চলছে কেবল জল্পনা –
এ যে শুধু গল্প না ।
মনের রঙের তুলি দিয়ে আঁকা এ মোর আল্পনা –
এইতো আমার কল্পনা ।
কল্পনাতেই তোমার আমার দেখা ,
কেবল মোরা, সামনে ধূ-ধূ ফাঁকা ;
চলছি দুজন সামনে পানে চেয়ে ,
ক্লান্তি ভুলে প্রেমেরই গান গেয়ে ;
রাত্রি যতই হোক না কেন কালো ,
আসবে জেনো ততই কাছে আলো ।
ভয় কোনো নেই, বুকের ভিতর সাহস আমার অল্প না ;
হলেও ছোটো হৃদয় আমার, ভালোবাসা স্বল্প না ।
এ তো শুধুই গল্প না !!!
এ যে শুধু গল্প না ।
মনের রঙের তুলি দিয়ে আঁকা এ মোর আল্পনা –
এইতো আমার কল্পনা ।
কল্পনাতেই তোমার আমার দেখা ,
কেবল মোরা, সামনে ধূ-ধূ ফাঁকা ;
চলছি দুজন সামনে পানে চেয়ে ,
ক্লান্তি ভুলে প্রেমেরই গান গেয়ে ;
রাত্রি যতই হোক না কেন কালো ,
আসবে জেনো ততই কাছে আলো ।
ভয় কোনো নেই, বুকের ভিতর সাহস আমার অল্প না ;
হলেও ছোটো হৃদয় আমার, ভালোবাসা স্বল্প না ।
এ তো শুধুই গল্প না !!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চোখের আলোয়_সম্পূর্ণা ৩০/০৯/২০১৩ধন্যবাদ...
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩সুন্দর কবিতা,কল্পনা মানুষকে অনেক কিছুই পাওয়ার স্বাদ এনে দেয়।
সল্প > স্বল্প -
বিশ্বজিৎ বণিক ৩০/০৯/২০১৩অল্প করে গল্প তোমার করে গেলে
স্বল্প ভাষায় কেমন করে বুঝায় বলো ,
কল্প তুমি অনেক ভালো দেখতে পারো
বন্ধ চোখে অনেক কিছুই দেখতে পারো । -
Înšigniã Āvî ৩০/০৯/২০১৩খুব ভাল ছন্দ