মনের অনুভূতি
মনের মাঝে সুখের আনাগোনা ,
কখনো বা দুঃখ শুধুই রয় ।
মন আসলে একটা সরাইখানা ,
তাইতো ও মন নিঃস্ব কভু নয় ।
অজুহাতে ভুলবো না আজ আমি ,
মাছ কে ঢাকা যায় কি দিয়ে শাক ?
সুখ গুলোকে নিজের তরেই রেখো ,
আমার জন্য দুঃখ গুলোই থাক ।
তবুও তো জানবো মনে মনে ,
বন্ধুতা মোর আছে তোমার সনে ।
দুটি হৃদয় আছে পাশাপাশি ,
নেইকো তাতে এতটুকুও ফাঁক ।।
কখনো বা দুঃখ শুধুই রয় ।
মন আসলে একটা সরাইখানা ,
তাইতো ও মন নিঃস্ব কভু নয় ।
অজুহাতে ভুলবো না আজ আমি ,
মাছ কে ঢাকা যায় কি দিয়ে শাক ?
সুখ গুলোকে নিজের তরেই রেখো ,
আমার জন্য দুঃখ গুলোই থাক ।
তবুও তো জানবো মনে মনে ,
বন্ধুতা মোর আছে তোমার সনে ।
দুটি হৃদয় আছে পাশাপাশি ,
নেইকো তাতে এতটুকুও ফাঁক ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় আচার্য্য ৩০/০৯/২০১৩ভাল লেগেছে
-
রোদের ছায়া ৩০/০৯/২০১৩জাস্ট অসাম । আমার দারুন ভালো লেগেছে ।
-
সুবীর কাস্মীর পেরেরা ৩০/০৯/২০১৩খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেছেন। অনেক ভাল লাগল
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৯/২০১৩মন শুধু নয় দুঃখের কারাগার
কখনো মনে আসে সুখ জোয়ার
কখনো ডানা মেলে প্রজাপতি
এই আমার মনের অনুভূতি
সুন্দর কবিতা সুন্দর বর্ণনা খুব ভালো লেগেছে -
ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩-বাহ বাহ দারুণ বন্ধুত্বের উদারতা