ষোলো আনাই মিছে
চাঁদের দেশের চড়কা বুড়ি আর আসেনা কাছে ,
ঠাকুমার সেই ঝুলিখানা হারিয়ে কোথায় গেছে ।
চোখ সরেনা পর্দা থেকে, মাউসে হাত খানা ,
উপর থেকে বিকেলবেলা নামতে এখন মানা ।
ছুটছে সবাই নেশার ঘোরে, মারতে হবে বাজি ,
না হলে যে চারি আনাই মাটি হবে আজি !
হাঁফিয়ে গেলে চলবেনা ভাই, এইতো সবে শুরু ,
শিখতে হবে বিদ্যেখানা, মারতে হবে গুরু ।
শেখার ভালো সুযোগ পেতে লাগবে দেদার টাকা ,
তা না হলে, ধরতে হবে পথটা, যেটা বাঁকা ।
গুরুমারা বিদ্যেখানা রইলে শেখা বাকি ,
জীবন হবে নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি !!
এত কিছুর পরে যদি চাকরীখানা জোটে ,
তবেই ভালো, তা না হলে মরবে কেঁদে-কেটে ।
এইখানেতেও টাকার খেলা, ধরতে হবে লবি ,
পূরণ করে চলতে হবে ওপরওলার হবি ।
চোখ দুটোকে নামিয়ে রেখে শুনতে হবে যা-তা ,
তা না হলে, জীবনখানা বারো আনাই বৃথা !!!
সবকিছুকে মানিয়ে নিয়ে, এত কিছুর পরে ,
বুক ফুলিয়ে! হাসি মুখে!! ফিরবে যখন ঘরে ;
বউ-এর সাথে বাবা, মায়ের চলছে মারামারি ।
ব্যাগ গুছিয়ে বউটা তোমার চললো বাপের বাড়ী ।
এমনি করে বেশ কিছুদিন চলার পরে শেষে ,
বাবা, মা-ই বললো তোমায় মলিন মুখে হেসে –
থাক্ না তোরা নিজের মতো তাকাস কেনো পিছে ?!
ভাববে তখন, জীবন তোমার ষোলো আনাই মিছে !!!!
ঠাকুমার সেই ঝুলিখানা হারিয়ে কোথায় গেছে ।
চোখ সরেনা পর্দা থেকে, মাউসে হাত খানা ,
উপর থেকে বিকেলবেলা নামতে এখন মানা ।
ছুটছে সবাই নেশার ঘোরে, মারতে হবে বাজি ,
না হলে যে চারি আনাই মাটি হবে আজি !
হাঁফিয়ে গেলে চলবেনা ভাই, এইতো সবে শুরু ,
শিখতে হবে বিদ্যেখানা, মারতে হবে গুরু ।
শেখার ভালো সুযোগ পেতে লাগবে দেদার টাকা ,
তা না হলে, ধরতে হবে পথটা, যেটা বাঁকা ।
গুরুমারা বিদ্যেখানা রইলে শেখা বাকি ,
জীবন হবে নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি !!
এত কিছুর পরে যদি চাকরীখানা জোটে ,
তবেই ভালো, তা না হলে মরবে কেঁদে-কেটে ।
এইখানেতেও টাকার খেলা, ধরতে হবে লবি ,
পূরণ করে চলতে হবে ওপরওলার হবি ।
চোখ দুটোকে নামিয়ে রেখে শুনতে হবে যা-তা ,
তা না হলে, জীবনখানা বারো আনাই বৃথা !!!
সবকিছুকে মানিয়ে নিয়ে, এত কিছুর পরে ,
বুক ফুলিয়ে! হাসি মুখে!! ফিরবে যখন ঘরে ;
বউ-এর সাথে বাবা, মায়ের চলছে মারামারি ।
ব্যাগ গুছিয়ে বউটা তোমার চললো বাপের বাড়ী ।
এমনি করে বেশ কিছুদিন চলার পরে শেষে ,
বাবা, মা-ই বললো তোমায় মলিন মুখে হেসে –
থাক্ না তোরা নিজের মতো তাকাস কেনো পিছে ?!
ভাববে তখন, জীবন তোমার ষোলো আনাই মিছে !!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩অসাধারণ
-
ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩বাহ চরণে চরণে মিলের খেলা