www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি

কান দুটোকে বাদ দিয়েছি ফেলে ,
    তাইতো আমি আজকে দু’কান কাটা ।
নিজেরই ঢাক নিজেই পেটাই আমি ,
    আজকালকার চলছে রেওয়াজ ওটা ।

চলতে হবে তাল মিলিয়ে আজি ,
    কাজের বেলা ডাকবো তোমায় কাজি।
কাজ ফুরোলেই হবো পগার্-পার্ ,
    তখন তুমি আমার কাছে পাজি ।

সব বিষয়ে মাতব্বরী করি ,
    মনে ভাবি, সবার আমি জ্যেঠা ।
ফন্দি-ফিকির্ চলে অবিরত ,
    সুযোগ পেলেই করবো বলির পাঁঠা ।

মনের মাঝে বেজায় অহং বোধ ,
    সবার ভাবায় আমার কি যায় আসে ।
যাচ্ছি যে তাই চর্তুদ্দোলা চড়ে ,
    বাকি সবাই বানের জলে ভেসে ।

ক্ষমতা মোর কম কিছু নয় জেনো ,
    কল্কি ভয়ে পালিয়ে যাবে চলি ।
ট্যাঁকে কড়ি, সঙ্গে বাহুবল ,
    আমিই হলাম আজকে যুগের কলি ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    একদম এখনকার কথা
  • সহিদুল হক ২৯/০৯/২০১৩
    এই যুগের সুযোগ-সন্ধানি ও মতলব-বাজ মানুষের কথা তুলে ধরা হয়েছে কবিতাটিতে।
 
Quantcast