www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুম্‌ড়োপটাশ

কুম্‌ড়োপটাশ থাকে যেথায়
সেটাই মোদের দেশ;
চাইলে এসে দেখতে পারো,
কাটছে মোদের বেশ।

নাচলে পরে, নাচি সবাই,
কাঁদলে, কেঁদে লুটি;
হাসলে, হাসি পেট ফাটিয়ে,
ডাকলে পরেই ছুটি।

সূর্য-চাঁদের ওঠা-পড়া
তারই কথা মতো;
বাতাসটাও ফাঁকি দেওয়ার
পায়না কোনো ছুতো।

সারাটা দিন, সারাটি রাত
কাটবে কেমন করে;
প্রতিদিনের দিনের দিনলিপি
দেয় সে হাতে ধরে।

ভুল করেও পানটি থেকে
খসলে পরে চুন;
শাস্তি তোমায় পেতেই হবে,
হতেও পারো খুন।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্ঝর রাজু ২৮/০৯/২০১৩
    একশ্বাসে পড়ে ফেল্লাম, চমৎকার ছন্দমিল আর অন্তমিলের কবিতা!
    দেশেরবন্দনায় শেষের দিকে নির্মম সত্যটা না লিখলেও পারতেন! আমরা এমনেই দুঃখি, দুঃখ গুলো ভুলে থেকে আলো-বাতাস নিয়ে পড়ে থেকে সুখ পেতে দোষ কৈ?
    আর হ্যা দাদার সাথেত আলাপ হলোনা.. নির্ঝরের ব্লগে নিমন্ত্রন রইল-
    বিনীত
  • Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
    বাহ...
  • ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩
    --দারুণ প্রচেষ্টা বলা যায়
  • কুম্‌ড়োপটাশ কুম্‌ড়োপটাশ
    কেমন তোমার আইন
    দোষীরা সব পায় যে ছাড়া
    নিরীহ দেয় ফাইন
    কবিতা খুব ভালো লেগেছে
 
Quantcast