www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমারই জন্য

দেবে ? দাও, - নিশ্ছিদ্র অন্ধকার ।
তবু, তারই পথ বেয়ে আমি পৌঁছে যাবো সোনালী রোদ্দুর মাখা সকালে ।

শোনাবে ? শোনাও, - মৃত্যুর পদধ্বনী ।
তবু, তারই মাঝে কানে এসে বাজবে পাখীর কলতান ।

দেখাবে ? দেখাও, - ধ্বংসের প্রতিচ্ছবি ।
তবু, তারই বুকে ফুটিয়ে তুলবো ফুলের সৌন্দর্য ।

রাখবে ? রেখো, - দুঃখের জগতে ।
তবু, তারই মাঝে খুঁজে নেবো আমার সুখ-স্বাচ্ছন্দ্য ।

তুলবে ? তোলো, - নীরব শশ্মানে সাজানো চিতায় ।
তবু, সেই চিতার লেলিহান শিখার সাথে আনন্দের হিল্লোল তুলে নৃত্য করবে আমার শব ।

করাবে ? করাও, - বিষ পান ।
তবু, সে বিষই আমার কাছে হয়ে উঠবে অমৃত, আমাকে করবে অমর ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩
    ভিন্নতা পেলাম
  • যদি তার হাতে হয় তবে বিষইযে অমৃত
 
Quantcast