মর্ত্য ভ্রমন
স্বর্গ থেকে হঠাৎ করে উড়ে,
ইচ্ছে হলো মর্ত্য দেখি ঘুরে;
ঘুরতে গিয়ে কিন্তু দেখি একি!
হচ্ছে যা, তা ভোজবাজি সব নাকি!!
কয়েকটা লোক রাজা-উজির,
তাদের হাতেই বল;
বাকিরা সব এলি-তেলি,
সর্বহারার দল।
আইন-কানুন নেইকো কোথাও,
উঠছে সবই লাটে;
থাকলে টাকা সকল কিছুই
চাইলে পরে জোটে।
গরীব যেজন, কপালে তার
অবহেলাই জোটে;
নুন আনতে পান্তা ফুরায়,
গাধার মতো খাটে।
এতো খেটেও পায়না ওরা
পরিশ্রমের দাম;
অবিরত ফেলছে তবু
পায়ে মাথার ঘাম।
ওদের খাটা পয়সা গুলোই
তিলে-তিলে মেরে;
টাকার উপর বাড়ছে টাকা
বড়লোকের ঘরে।
গরীব আরো হচ্ছে গরীব,
ধনী আরো ধনী;
কারো হাতে হরি-মটর,
কারো টাকার খনি।
মাথার উপর নেইকো আকাশ,
অট্টালিকার ঢল;
সবুজ মুছে চারিদিকে
উঠছে খুঁড়োর কল।
ধনীর সেসব অট্টালিকার
সীমানাও নাই;
গরীবেরা পাচ্ছে নাকো
মাথা গোঁজার ঠাঁই।
এতো কিছু পেয়েও ধনীর
কমছে নাকো লোভ;
গরীবগুলোর মধ্যে যে তাই
বাড়ছে চলে ক্ষোভ।
চাইছি সে ক্ষোভ ফেটে পড়ুক
দাবানলের মতো;
বহ্নিশিখায় হোক্ পুড়ে ছাই
মলিনতা যতো।
গড়ে উঠুক নতুন করে
নব-মানব দল;
ধনী-গরীব বিভেদ মুছে
সাম্যবাদের চল।।
ইচ্ছে হলো মর্ত্য দেখি ঘুরে;
ঘুরতে গিয়ে কিন্তু দেখি একি!
হচ্ছে যা, তা ভোজবাজি সব নাকি!!
কয়েকটা লোক রাজা-উজির,
তাদের হাতেই বল;
বাকিরা সব এলি-তেলি,
সর্বহারার দল।
আইন-কানুন নেইকো কোথাও,
উঠছে সবই লাটে;
থাকলে টাকা সকল কিছুই
চাইলে পরে জোটে।
গরীব যেজন, কপালে তার
অবহেলাই জোটে;
নুন আনতে পান্তা ফুরায়,
গাধার মতো খাটে।
এতো খেটেও পায়না ওরা
পরিশ্রমের দাম;
অবিরত ফেলছে তবু
পায়ে মাথার ঘাম।
ওদের খাটা পয়সা গুলোই
তিলে-তিলে মেরে;
টাকার উপর বাড়ছে টাকা
বড়লোকের ঘরে।
গরীব আরো হচ্ছে গরীব,
ধনী আরো ধনী;
কারো হাতে হরি-মটর,
কারো টাকার খনি।
মাথার উপর নেইকো আকাশ,
অট্টালিকার ঢল;
সবুজ মুছে চারিদিকে
উঠছে খুঁড়োর কল।
ধনীর সেসব অট্টালিকার
সীমানাও নাই;
গরীবেরা পাচ্ছে নাকো
মাথা গোঁজার ঠাঁই।
এতো কিছু পেয়েও ধনীর
কমছে নাকো লোভ;
গরীবগুলোর মধ্যে যে তাই
বাড়ছে চলে ক্ষোভ।
চাইছি সে ক্ষোভ ফেটে পড়ুক
দাবানলের মতো;
বহ্নিশিখায় হোক্ পুড়ে ছাই
মলিনতা যতো।
গড়ে উঠুক নতুন করে
নব-মানব দল;
ধনী-গরীব বিভেদ মুছে
সাম্যবাদের চল।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৭/০৯/২০১৩বাস্তব....
-
সুবীর কাস্মীর পেরেরা ২৭/০৯/২০১৩অনবদ্য
-
সালমান মাহফুজ ২৬/০৯/২০১৩ভালো ...