www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবার শুরু পথ চলা

চলছি আমি মরুভূমির পথে ;
এক্কেবারে একলা আমি , নেই কোনো কেউ সাথে ।
মাথার উপর তপ্ত রোদের ছটা ;
হলকা দিয়ে বইছে বাতাস , ধূলো-বালির জটা ।
সঙ্গে হাজার বোঝা বওয়ার দায় ;
পারব কিনা জানি না তা , লাগছে অসহায় ।
হৃদয়ে নেই সজীবতার লেশ ;
ধুক-পুকানি বন্ধ আজি , কান্নাটাও শেষ ।
সামনে শুধুই ধূ-ধূ মরুভূমি ;
জানি না হায় পাব কিনা সজল - সবুজ জমি ।
তাকিয়ে আছি মরুদ্যানের দিকে ;
চাহিদা কি হবে পূরণ ? হচ্ছে আশা ফিঁকে ।

তবু এটা কাঁদার সময় নয় ;
আর একটিবার চেষ্টা করে আনতে হবে জয় ।
হোক্ না যতই কঠিন আমার পথ ;
সেই পথেতেই চালাব মোর জীবনের এই রথ ।
পৌঁছব ঠিক , - লক্ষ্য আমার স্থির ,
ইচ্ছেগুলো মনের মাঝে করছে আবার ভীড় ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২৬/০৯/২০১৩
    তবু এটা কাঁদার সময় নয়--ঠিকই তো।বেশ ভাল লাগলো।
    • ধন্যবাদ...
  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    ---শেষে এসে লাগলো ভালো--
  • Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
    খুব ভালো
    শেষ ৬ লাইন অনবদ্য.....

    পড়ে মনে পড়ে গেল খুব বিখ্যাত কিছু...
    "तू न थकेगा कभी, तू न थमेगा कभी, तू न मुड़ेगा कभी |
    कर शपथ, कर शपथ, कर शपथ ||
    अग्निपथ, अग्निपथ, अग्निपथ |||

    ये महान दृश्य है, चल रहा मनुष्य है, अश्रु स्वेद रक्त से |
    लथपथ, लथपथ, लथपथ ||
    अग्निपथ, अग्निपथ, अग्निपथ ||| "----
 
Quantcast