www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খিচুড়ি

হাঁসজারুটা দেখতে কেমন ? -
জানতে হলে ভাই ,
উল্টোরাজার আজব দেশে
তোমার যাওয়া চাই ।

সেথায় নাকি বকচ্ছপে
ভারী মজা করে ,
জলে ডুবেও মাছ ধরে খায় -
আবার উড়ে-উড়ে ।

টিয়ামুখো গিরগিটিটার
নেইকো মনে শঙ্কা ;
মনের সুখে খায় সে পোকা
দিয়ে কাঁচা লঙ্কা ।

ছাগলবিছা খায় কচি ঘাস ,
ভয় করে না বনে ;
বাঘটা এলে ফুঁটিয়ে দেবে ,
হুলটা আছে সনে ।

জিরাফড়িং উড়ে বসে
গাছেরই মগডালে ,
ঘাড়টা এখন সোজা করে
বাড়ায় আলে-কালে ।

গরুমোরগ পোষে লোকে
সেথায় ঘরে-ঘরে ;
দুধের সাথে ডিমটা ফ্রি পায় ,
পুষ্টি দ্বিগুন বাড়ে ।

হাতিমিটার দুটো বাড়ী ,
লোকেই নাকি বলে ;
ছ-মাস থাকে বনের মাঝে ,
বাকি ছ-মাস জলে ।

সিংহরিণের কষ্ট যে নেই ,
দুঃখ গেছে চলে ;
তৃণ খেয়েই দেয় কাটিয়ে ,
মাংস নাহি পেলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    বাহ দারুন দারুন
  • দারুণ লিখেছেন
  • সহিদুল হক ২৫/০৯/২০১৩
    দারুণ মজার ছড়া।
  • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
    যেতেই হবে...
    নিশ্চই
 
Quantcast