উল্টো রাজার দেশে
জাদুকাঠির ছোঁয়ায় জেগে,
দেখি ঘুমের শেষে;
হঠাৎ করে পৌঁছে গেছি-
উল্টো রাজার দেশে।
আইন-কানুন, রীতি-নীতি
সবই আজব রকম;
কেউবা থাকে চুপটি করে,
কেউবা বকম্-বকম্।
সত্যি কথা বলতে মানা,
মিথ্যা বলাই চল;
গোগ্রাসে সব গিলছে খাবার,
চিবিয়ে যে খায় জল।
সোজা পথে কেউ চলে না,
বাঁকা পথেই ভীড়;
লাফাচ্ছে সব তিড়িং-বিড়িং,
নয়তো কেহ স্থির।
রাজা করে দেশের শাসন-
ঝান্ডা নিয়ে হাতে,
মাইক্ নিয়ে দেয় সে ভাষণ-
মঞ্চ করে পথে।
প্রজারা সব মেতে আছে-
লাঠা-লাঠি করে;
থাকছে টিকে টাকার গরম,
কিংবা গায়ের জোরে।
পিছন থেকে ছুরি মারা-
এই দেশেরই রীতি;
সামনে সবাই গাইছে মিলে-
সাম্যবাদের গীতি।
জাদুকাঠি লাগবে আবার,
তুলতে হবে রব্;
উল্টোরাজা পাল্টে যাবে,
বদলে যাবে সব।।
দেখি ঘুমের শেষে;
হঠাৎ করে পৌঁছে গেছি-
উল্টো রাজার দেশে।
আইন-কানুন, রীতি-নীতি
সবই আজব রকম;
কেউবা থাকে চুপটি করে,
কেউবা বকম্-বকম্।
সত্যি কথা বলতে মানা,
মিথ্যা বলাই চল;
গোগ্রাসে সব গিলছে খাবার,
চিবিয়ে যে খায় জল।
সোজা পথে কেউ চলে না,
বাঁকা পথেই ভীড়;
লাফাচ্ছে সব তিড়িং-বিড়িং,
নয়তো কেহ স্থির।
রাজা করে দেশের শাসন-
ঝান্ডা নিয়ে হাতে,
মাইক্ নিয়ে দেয় সে ভাষণ-
মঞ্চ করে পথে।
প্রজারা সব মেতে আছে-
লাঠা-লাঠি করে;
থাকছে টিকে টাকার গরম,
কিংবা গায়ের জোরে।
পিছন থেকে ছুরি মারা-
এই দেশেরই রীতি;
সামনে সবাই গাইছে মিলে-
সাম্যবাদের গীতি।
জাদুকাঠি লাগবে আবার,
তুলতে হবে রব্;
উল্টোরাজা পাল্টে যাবে,
বদলে যাবে সব।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালমান মাহফুজ ২৫/০৯/২০১৩খুব চিত্তাকর্ষক !
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৫/০৯/২০১৩উল্টো রাজা পাল্টে গেলে
উল্টো হবে প্রজা
সবাই মিলে করবে বিচার
কী মজা কী মজা
- খুব ভালো সমসাময়িক কবিতা -
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩একদম বাস্তব........
'রোদের ছায়া'র প্রশ্নটা আমারও -
ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩আরে বাহ বাহ এমন হোক আরো দু চারটা--
-
আর. এইচ. মামুন ২৫/০৯/২০১৩জাদুর কাঠি কোথা আছে
কোথা গেলে পাব
কার বা তাহা জানা আছে
জলদি করে বল
ভন্ডামীতে চলবে কত
মোদের দিনলিপি
মুক্তি মোদরে দাও না এবার
হে দয়াময় বিধি -
রোদের ছায়া ২৫/০৯/২০১৩অসাধারন লাগল। উল্টো রাজাকে পাল্টে দিতে জাদুর কাঠি লাগবে কিন্তু পাব কোথায়?