চোখের আলোয়_সম্পূর্ণা
চোখের আলোয়_সম্পূর্ণা-এর ব্লগ
-
তেমন আবেগ নেইকো কোথাও আজ ,
নেই প্রয়োজন মেটানোর কোনো ঋণ ;
স্বাধীন আমরা, স্বাধিন দেশের লোক ,
স্বাধীনতা মানে একটা ছুটির দিন । [বিস্তারিত] -
তোমারই জন্য মরতে লাগে না ভয় ,
তোমারই জন্য বাঁচতে ইচ্ছা হয় ।
তোমারই জন্য জীবনকে হাতে রাখি ,
তোমারই জন্য মরণকে দিই ফাঁকি । [বিস্তারিত] -
ভালোবাসা, - ভালোবাসা, -
একরাশ নিরাশাকে
আশা করে ভালোবাসা ,
ক্ষণিকের ভালোলাগা – [বিস্তারিত] -
শিক্ষা নিয়েছি তিন বাঁদরের কাছ থেকে ।
হাত দিয়ে ঢেকে রেখেছিলো –
একজন চোখ, একজন কান, আর একজন মুখ ।
আমিও ছিলাম – [বিস্তারিত] -
তোমাকে চাই বলে –
কত লোকে কত কি বলে !
মন বলে – বলায় কি আসে যায় !!
তাই, মন শুধু, মনেরই নিভৃতে সদা [বিস্তারিত] -
একি অপরূপ হেরিলাম রূপ ,
প্রেমের প্রতিমা আঁকা ।
ভূবন ভুলালে কে তুমি আমার ,
দুলালে হৃদয় শাখা ।। [বিস্তারিত] -
জীবনের সব লেন দেন
শেষ হয়ে গেলে ,
হিসাবের খাতাখানি
শূণ্য আর শূণ্যতায় ভরা । [বিস্তারিত] -
কি হবে তার খোঁজ করে !? –
বিষ মেশানো বাতাবরণই প্রমান করে তার অবলুপ্তিকে ।
ফুটপাতের ক্ষুধার্ত শিশুটা কেঁদে চলেছে একটুকরো রুটির আশায় ।
সিংহাসনে অনড় ক্ষমতালোভী মানুষগুলো । [বিস্তারিত] -
তুমি যদি মেঘ বালিকা হও ,
আমি তবে চাতক পাখি হবো ;
বৃষ্টি হয়ে পড়বে যখন ঝরে ,
প্রাণটি ভরে তোমার পরশ নেবো । [বিস্তারিত] -
গল্পকথা নয়কো জেনো, সত্যি পুরোপুরি ;
আঁধারেতে জন্মেছিলো মিষ্টি আলোর পরী ।
সেইখানেতে কষ্ট সয়ে, বন্দি হয়ে ছিলো ;
কোথায় থেকে হঠাৎই এক রাজার কুমার এলো । [বিস্তারিত] -
এইতো সেদিন হঠাৎ করে আমি –
তন্দ্রাদিদির শাড়িখানি পড়ে ;
গিয়েছিলাম স্বপনদাদার সাথে
পাশের বাড়ীর জীবনদাদার ঘরে । [বিস্তারিত] -
চাওয়া গুলো রইলো চাওয়া হয়ে ,
হলো না আর পাওয়া ;
স্বপ্ন গুলো ছিলো যতো মনে ,
উড়িয়ে দিলো দমকা ঝোড়ো হাওয়া । [বিস্তারিত] -
ভাবনার অন্তরালে লুক্কায়িত চাওয়া ,
কল্পনার অতীতে বাস্তবের পাওয়া ।
নিরালা সমাজের বুকে নিঃসঙ্গ হিয়া ,
অসীম সমুদ্র মাঝে ব্যভিচারী কায়া । [বিস্তারিত] -
এখনো কি তুমি আগের মতোই ,
আমাকে ভীষণ ভালোবাসো ?
এখনো কি আমার কথা শুনে ,
রাঙিয়ে মুখ চুপি চুপি হাসো ? [বিস্তারিত] -
ইচ্ছে আমার অতল সাগর ,
ইচ্ছে আমার উদার আকাশ ;
ইচ্ছে আমার ভরা আলো ,
ইচ্ছে আমার পাগল বাতাস । [বিস্তারিত]