জীবনের গল্প
সময় চলে যায় সময় এর পথে
থেমে থাকেনা সে চলেনা কারো মতে
চলার পথে বুনে যায় স্মৃতির মায়াজাল
গড়ে যায় অতীত বর্তমানে অদৃশ্য এক দেয়াল
কিছু স্মৃতি থাকে সুখের কিছু বা দুঃখের
স্মৃতি শুধু পোড়া ক্ষত শুন্য এ বুকের
এইতো জীবন যেন এক ডায়েরী
আদ্যোপান্ত ধুসর তার বাকিটা খয়েরী
যতই লিখি তাতে রংপেন্সিলে
রঙ্গিন হয় না সে থাকে স্বপ্নিলে
জীবন পাতার লেখক তিনি একজন
তিনিই লিখছেন সব শুরু করেছেন যখন
আজব লেখনি দুঃখের বিস্তরে সুখের আচড় অল্প
দুঃখের আবহনে সুখ বিহনে লিখা বেরাহেম জীবনের গল্প
থেমে থাকেনা সে চলেনা কারো মতে
চলার পথে বুনে যায় স্মৃতির মায়াজাল
গড়ে যায় অতীত বর্তমানে অদৃশ্য এক দেয়াল
কিছু স্মৃতি থাকে সুখের কিছু বা দুঃখের
স্মৃতি শুধু পোড়া ক্ষত শুন্য এ বুকের
এইতো জীবন যেন এক ডায়েরী
আদ্যোপান্ত ধুসর তার বাকিটা খয়েরী
যতই লিখি তাতে রংপেন্সিলে
রঙ্গিন হয় না সে থাকে স্বপ্নিলে
জীবন পাতার লেখক তিনি একজন
তিনিই লিখছেন সব শুরু করেছেন যখন
আজব লেখনি দুঃখের বিস্তরে সুখের আচড় অল্প
দুঃখের আবহনে সুখ বিহনে লিখা বেরাহেম জীবনের গল্প
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ০৫/০২/২০১৫
-
মোঃওবায় দুল হক ০৪/০২/২০১৫অসাধারন লিখনি!খুব ভাললাগল আপু।
-
স্বপ্নীল মিহান ০৩/০২/২০১৫সুন্দর উপস্থাপন।
-
হাসান ইমতি ০৩/০২/২০১৫ভালো লাগলো
-
সবুজ আহমেদ কক্স ০৩/০২/২০১৫দারুণ...।
-
স্বপন রোজারিও(১) ০৩/০২/২০১৫জীবনের গল্প ভালই হয়েছে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/০২/২০১৫আসরে আপনার প্রথম লেখা। আসরে আপনাকে স্বাগতম। শুভেচ্ছা নিবেন। ভালো লিখেছেন। প্রকাশ করে দিলাম। চালিয়ে যান। শুভ কামনা রইলো।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/০২/২০১৫হমমমম। সারাদিন ভরে জীবনের ডায়রীটা লিখতে পারলে খুব ভালো হতো।
শুভেচছা জানবেন ।