কথার কথা
“আমি তোমায় ভালোবাসি।” কতোবার বলেছ আমায়!
যতবার বলেছো,ততবারই মনে হয়েছে
ভালোবাসার কথাটা-তুমি আবৃত্তি থেকে পুনরাবৃত্তি করে চলেছ
দম দেওয়া কলের পুতুলের মতো।
নিজের দোষটাকে ঢাকা দেওয়ার অছিলায়
আমার মুখটাকে বন্ধ করার অভিপ্রায়ে-
আমাদের মধ্যে ভালোবাসার টানটা যত কমেছে
তোমার ওই ভালোবাসার বুলিটা ততই বেড়েছে
আজ আর আমাদের মধ্যে ভালোবাসার তলানিটুকুও অবশিষ্ট নেই
তবুও, তুমি তোতাপাখির মতো বলেই চলেছো-
“আমি তোমায় ভালোবাসি।”
ভালবাসতে হলে-ভালো যে বাসতে হয়!
যতবার বলেছো,ততবারই মনে হয়েছে
ভালোবাসার কথাটা-তুমি আবৃত্তি থেকে পুনরাবৃত্তি করে চলেছ
দম দেওয়া কলের পুতুলের মতো।
নিজের দোষটাকে ঢাকা দেওয়ার অছিলায়
আমার মুখটাকে বন্ধ করার অভিপ্রায়ে-
আমাদের মধ্যে ভালোবাসার টানটা যত কমেছে
তোমার ওই ভালোবাসার বুলিটা ততই বেড়েছে
আজ আর আমাদের মধ্যে ভালোবাসার তলানিটুকুও অবশিষ্ট নেই
তবুও, তুমি তোতাপাখির মতো বলেই চলেছো-
“আমি তোমায় ভালোবাসি।”
ভালবাসতে হলে-ভালো যে বাসতে হয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুনা লায়লা ২৭/০৯/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৯/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ২৭/০৯/২০১৭অনবদ্য ...
-
ফয়েজ উল্লাহ রবি ২৬/০৯/২০১৭সুন্দর +++
-
কে. পাল ২৬/০৯/২০১৭ki holo Brother?
Bes govir Byatha...
BES VALO -
আজাদ আলী ২৬/০৯/২০১৭Darun sundar
-
কামরুজ্জামান সাদ ২৬/০৯/২০১৭বাহ!
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৯/২০১৭তবুও ভালোবাসা হয়ে যায়!
তাঁর আচরনেই বুঝা যায় ।
খুব ভালো লাগলো কবিতা।
ধন্যবাদ।