কষ্ট
কষ্ট নিয়ে জন্মেছি এই পৃথিবীতে-
কষ্টে ভরা এই বুক,
সবাই আমায় কষ্ট দিল-
পাইনি কোথাও খুঁজে সুখ।
সুখের আশার ভালবেসে ছিলাম তোমায়,
বিনিময়ে কষ্ট দিয়েছ তুমি আমায়,
কষ্ট আরো বেড়ে যায় আমার-
যদি দেখি তোমার ঐ মুখ।
কষ্টে ভরা এই বুক,
সবাই আমায় কষ্ট দিল-
পাইনি কোথাও খুঁজে সুখ।
সুখের আশার ভালবেসে ছিলাম তোমায়,
বিনিময়ে কষ্ট দিয়েছ তুমি আমায়,
কষ্ট আরো বেড়ে যায় আমার-
যদি দেখি তোমার ঐ মুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশরাফুল হক মহিন ০১/০২/২০২১অনেক ভালো হয়ছে
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০Best wishes