স্বর্গ হতে জোকস - বস্ত্রদান ও রক্তদান মহাদান
মাইকের শব্দ ভেসে আসছে: বস্ত্রদান-রক্তদান মহান দান, যে করে দান সে মহান।
মর্ত্যবাসী: হুম। মহান। আমি তো কত দান করি। আমায় তো কেউ মহান বলে না।
ভোম্বলদা : এ ভাই, তুমি বিড় বিড় করে কি বলছ। এখানে কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে। গরীবের জন্য কত বস্ত্র দান হচ্ছে। রক্তদান হচ্ছে। রক্তদান ভালো কাজ। বাহ কি সুন্দর অনুষ্ঠান ।
মর্ত্যবাসী : কি সুন্দর। আমাদের কাছে জোর করে চাঁদা চাইছে আর কাপড় চাইছে। তারপর রক্ত কেড়ে নিচ্ছে। তারপরে কিনা বলছে - দান করা। আরে বাপু কত দেব। স্বাধীনতায় নেতাজীর কথায় রক্ত দেইনি বটে। কিন্তু মনিকার প্রেমের বিয়ের ছোটা ছুটিতে রক্ত দিলাম, আবীর / প্রবীরের মারামারিতে রক্ত দিলাম, বউর ভাইকে পেটানোর সময় রক্ত দিলাম। যাত্রা সিনেমার টিকিটে রক্ত দিলাম। বৌকে মেরে রক্ত দিলাম , ভাইকে মেরে - পড়শিকে মেরে রক্ত দিলাম। কত মিছিলে ছুটে রক্তে ঘাম ঝরিয়ে দিলাম। ঘামের বদলে রক্ত দিলাম। আরো রক্ত চাই। কেন দেব বলত ? রেডকে ব্ল্যাক করার জন্য।
ভোম্বলদা : আরে তুমি সব গুলিয়ে ফেলছে। এখানে রক্তদান মানে আজকের জমা থাকা রক্ত, কালকে কেউ বিপদে সাহায্য পাবে। তোমার নিজেরই হোক বা দেশবাসীর যেই বিপদে পড়বে - সেই পাবে। তাইত এটা মহাদান।
মর্ত্যবাসী : তো এই কথা। মানে আমি দেব আর ব্যাংকওলা ব্ল্যাকে বিক্রি করবে। আর আমার চেলারা রক্ত দিয়ে দুর্বল হবে। সেটা হবেনি বাছাধন। আমি এবার বম্ব মেরে প্যান্ডেল ফাঁকা করে দেব। আমার চেলারা বলে: আমি সবার থেকে মহান। আমি কাল্লু মস্তান !!
মর্ত্যবাসী: হুম। মহান। আমি তো কত দান করি। আমায় তো কেউ মহান বলে না।
ভোম্বলদা : এ ভাই, তুমি বিড় বিড় করে কি বলছ। এখানে কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে। গরীবের জন্য কত বস্ত্র দান হচ্ছে। রক্তদান হচ্ছে। রক্তদান ভালো কাজ। বাহ কি সুন্দর অনুষ্ঠান ।
মর্ত্যবাসী : কি সুন্দর। আমাদের কাছে জোর করে চাঁদা চাইছে আর কাপড় চাইছে। তারপর রক্ত কেড়ে নিচ্ছে। তারপরে কিনা বলছে - দান করা। আরে বাপু কত দেব। স্বাধীনতায় নেতাজীর কথায় রক্ত দেইনি বটে। কিন্তু মনিকার প্রেমের বিয়ের ছোটা ছুটিতে রক্ত দিলাম, আবীর / প্রবীরের মারামারিতে রক্ত দিলাম, বউর ভাইকে পেটানোর সময় রক্ত দিলাম। যাত্রা সিনেমার টিকিটে রক্ত দিলাম। বৌকে মেরে রক্ত দিলাম , ভাইকে মেরে - পড়শিকে মেরে রক্ত দিলাম। কত মিছিলে ছুটে রক্তে ঘাম ঝরিয়ে দিলাম। ঘামের বদলে রক্ত দিলাম। আরো রক্ত চাই। কেন দেব বলত ? রেডকে ব্ল্যাক করার জন্য।
ভোম্বলদা : আরে তুমি সব গুলিয়ে ফেলছে। এখানে রক্তদান মানে আজকের জমা থাকা রক্ত, কালকে কেউ বিপদে সাহায্য পাবে। তোমার নিজেরই হোক বা দেশবাসীর যেই বিপদে পড়বে - সেই পাবে। তাইত এটা মহাদান।
মর্ত্যবাসী : তো এই কথা। মানে আমি দেব আর ব্যাংকওলা ব্ল্যাকে বিক্রি করবে। আর আমার চেলারা রক্ত দিয়ে দুর্বল হবে। সেটা হবেনি বাছাধন। আমি এবার বম্ব মেরে প্যান্ডেল ফাঁকা করে দেব। আমার চেলারা বলে: আমি সবার থেকে মহান। আমি কাল্লু মস্তান !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৬/২০১৮বাহ
-
প্রনয় চাকমা ১৪/০৩/২০১৬ইনোভেটিভ লেখা
-
পরশ ০২/০৩/২০১৬খুব মজা
-
নির্ঝর ২৮/০২/২০১৬valo
-
নির্ঝর ১৮/০১/২০১৬নতুন নতুন লেখা পরতে চাই
-
পরশ ১৫/০১/২০১৬মজার ভাল লাগলো
-
প্রদীপ চৌধুরী ১৫/০১/২০১৬Valo laglo
-
নির্ঝর ১২/০১/২০১৬ভাল লেখা
-
নির্ঝর ১০/০১/২০১৬মজার গল্প
-
নির্ঝর ৩০/১২/২০১৫অনেক ভাল
-
নির্ঝর ২৮/১২/২০১৫ভাল হয়েছে
-
নির্ঝর ২৩/১২/২০১৫ভাল
-
নির্ঝর ২১/১২/২০১৫অনেক ভাল লেগেছে
-
জে এস সাব্বির ২০/১২/২০১৫আপনি ভাল জোকস লিখেন ।এবং জোকসের মাকসাদ টা হচ্ছে ,কৌতুকের মাধ্যমে কিছু বাস্তব সত্যকে চোখে আঙুল দেখিয়ে দেওয়া । আপনি exactly ,সেইটাই করছেন ।।
তবে এই জোকসটায় আমার একটু হলেও দ্বিমত আছে । -
মোঃ মুলুক আহমেদ ১৯/১২/২০১৫ভালো লাগলো|