স্বর্গ হতে জোকসপর্ব-ডাইনী অপবাদ (সামাজিক কুসংস্কার)
ভোম্বলদা : এ ভাই, গতকাল তোমাদের গ্রামে কি উত্সব হয়েছিল গো।
মর্ত্যবাসী : গতকাল ডাইনি উচ্ছব ছিল গ।
ভোম্বলদা : ডাইনী উত্সব ! সে আবার কি। ঠাকুর মহোত্সব শুনেছি। এটা আবার কোন ঠাকুরের উত্সব গো।
মর্ত্যবাসী : ন্যাকা ! কিচ্ছু জানে না। কাল এক ফর্সা বুড়িকে মারইয়া খাই লইছি। মোদের দেশ্যা যত ঠোক্রী বুড়ি আছে এসব ডাইনি গ। কাল মোদের সর্দ্দার কাল্লুজি বলেঠ্যা, এনে সব ডাইনি বুড়ি। সব রাক্ষসী। এইজন্য বুজছি মোদের ঘরের বুড়ি বেশি বেশি পাখ্যাল খায় কেনে।
ভোম্বলদা : দূর বোকা ! মায়েরা কখনো ডাইনী রাক্ষসী হয়। উনারা তোমাদের জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে । পৃথিবীর একটু কষ্ট হলে নড়ে আর তোমাদের ঘর, গাছ, আম ফেলে দেয় ঝড়ে। বুঝতে পারনা যতই কষ্ট আসুক মা কি কখনো তার সন্তান নষ্ট করে, না ফেলে দেয়, না লুকিয়ে খায়।
মর্ত্যবাসী : ও এইকথা কওঠত । যে লুকি কি খাবে সেই ডাইনি রাক্ষসী। তাকেই মারব। বাবু এবার থেক্যা বুড়িদের কি আর মার্বনী, সে কালাগোরা যেটা হবে খাই লিব । তুমি একটু দাঁড়াও। আমরু ঘরের কালাবুড়ি আর পচার ঘরের গোরাবুড়ি লুকিকি খায়েঠে নাকি দেখ্যা আসি।
মর্ত্যবাসী : গতকাল ডাইনি উচ্ছব ছিল গ।
ভোম্বলদা : ডাইনী উত্সব ! সে আবার কি। ঠাকুর মহোত্সব শুনেছি। এটা আবার কোন ঠাকুরের উত্সব গো।
মর্ত্যবাসী : ন্যাকা ! কিচ্ছু জানে না। কাল এক ফর্সা বুড়িকে মারইয়া খাই লইছি। মোদের দেশ্যা যত ঠোক্রী বুড়ি আছে এসব ডাইনি গ। কাল মোদের সর্দ্দার কাল্লুজি বলেঠ্যা, এনে সব ডাইনি বুড়ি। সব রাক্ষসী। এইজন্য বুজছি মোদের ঘরের বুড়ি বেশি বেশি পাখ্যাল খায় কেনে।
ভোম্বলদা : দূর বোকা ! মায়েরা কখনো ডাইনী রাক্ষসী হয়। উনারা তোমাদের জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে । পৃথিবীর একটু কষ্ট হলে নড়ে আর তোমাদের ঘর, গাছ, আম ফেলে দেয় ঝড়ে। বুঝতে পারনা যতই কষ্ট আসুক মা কি কখনো তার সন্তান নষ্ট করে, না ফেলে দেয়, না লুকিয়ে খায়।
মর্ত্যবাসী : ও এইকথা কওঠত । যে লুকি কি খাবে সেই ডাইনি রাক্ষসী। তাকেই মারব। বাবু এবার থেক্যা বুড়িদের কি আর মার্বনী, সে কালাগোরা যেটা হবে খাই লিব । তুমি একটু দাঁড়াও। আমরু ঘরের কালাবুড়ি আর পচার ঘরের গোরাবুড়ি লুকিকি খায়েঠে নাকি দেখ্যা আসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৬/২০১৮ভাল হয়েছে।
-
মোনালিসা ২১/০৮/২০১৬সুন্দর
-
মোং নাজিম উদ্দিন ২০/০৭/২০১৬বালো লাগলো
-
মোং নাজিম উদ্দিন ২০/০৭/২০১৬balo
-
পরশ ২৮/০৫/২০১৬ভাল
-
পদ্মনীল ০৮/০৩/২০১৬bujlamna
-
pradip kumar ray ২৪/০২/২০১৬ভাষা বুঝতে অসুবুধা হোল।
-
পরশ ১৭/০২/২০১৬খুব মজা
-
রাসেল আহাম্মেদ ২৯/০১/২০১৬বেশ ভালো।
-
নির্ঝর ২০/০১/২০১৬ভালো
-
নির্ঝর ১৪/০১/২০১৬সুন্দর হয়েছে
-
পরশ ১৩/০১/২০১৬kub valo
-
নির্ঝর ১০/০১/২০১৬ভালো
-
শ্যামেন্দু ২৮/১২/২০১৫ভাল লেগেছে।
অনেক নতুন শব্দ জানা হল।
ভাল থাকুন। -
নির্ঝর ১৮/১২/২০১৫পড়ে ভাল লেগেছে
-
নির্ঝর ১৭/১২/২০১৫ভাল
-
জে এস সাব্বির ১৭/১২/২০১৫চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বোঝা যেতে পারে ,কিন্তু মর্তবাসীর ভাষা কি করে বুঝে উঠি!! সব মাথার উপর দিয়েই গেল ।