www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর্গ হতে জোকসপর্ব-ডাইনী অপবাদ (সামাজিক কুসংস্কার)

ভোম্বলদা : এ ভাই, গতকাল তোমাদের গ্রামে কি উত্সব হয়েছিল গো।
মর্ত্যবাসী : গতকাল ডাইনি উচ্ছব ছিল গ।
ভোম্বলদা : ডাইনী উত্সব ! সে আবার কি। ঠাকুর মহোত্সব শুনেছি। এটা আবার কোন ঠাকুরের উত্সব গো।
মর্ত্যবাসী : ন্যাকা ! কিচ্ছু জানে না। কাল এক ফর্সা বুড়িকে মারইয়া খাই লইছি। মোদের দেশ্যা যত ঠোক্রী বুড়ি আছে এসব ডাইনি গ। কাল মোদের সর্দ্দার কাল্লুজি বলেঠ্যা, এনে সব ডাইনি বুড়ি। সব রাক্ষসী। এইজন্য বুজছি মোদের ঘরের বুড়ি বেশি বেশি পাখ্যাল খায় কেনে।
ভোম্বলদা : দূর বোকা ! মায়েরা কখনো ডাইনী রাক্ষসী হয়। উনারা তোমাদের জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে । পৃথিবীর একটু কষ্ট হলে নড়ে আর তোমাদের ঘর, গাছ, আম ফেলে দেয় ঝড়ে। বুঝতে পারনা যতই কষ্ট আসুক মা কি কখনো তার সন্তান নষ্ট করে, না ফেলে দেয়, না লুকিয়ে খায়।
মর্ত্যবাসী : ও এইকথা কওঠত । যে লুকি কি খাবে সেই ডাইনি রাক্ষসী। তাকেই মারব। বাবু এবার থেক্যা বুড়িদের কি আর মার্বনী, সে কালাগোরা যেটা হবে খাই লিব । তুমি একটু দাঁড়াও। আমরু ঘরের কালাবুড়ি আর পচার ঘরের গোরাবুড়ি লুকিকি খায়েঠে নাকি দেখ্যা আসি।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৬৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল হয়েছে।
  • মোনালিসা ২১/০৮/২০১৬
    সুন্দর
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • বালো লাগলো
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • balo
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • পরশ ২৮/০৫/২০১৬
    ভাল
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • পদ্মনীল ০৮/০৩/২০১৬
    bujlamna
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • pradip kumar ray ২৪/০২/২০১৬
    ভাষা বুঝতে অসুবুধা হোল।
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • পরশ ১৭/০২/২০১৬
    খুব মজা
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • রাসেল আহাম্মেদ ২৯/০১/২০১৬
    বেশ ভালো।
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • নির্ঝর ২০/০১/২০১৬
    ভালো
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • নির্ঝর ১৪/০১/২০১৬
    সুন্দর হয়েছে
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • পরশ ১৩/০১/২০১৬
    kub valo
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • নির্ঝর ১০/০১/২০১৬
    ভালো
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • শ্যামেন্দু ২৮/১২/২০১৫
    ভাল লেগেছে।
    অনেক নতুন শব্দ জানা হল।
    ভাল থাকুন।
    • প্রিয়বন্ধুকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন। দীর্ঘদিন পাতায় আসতে পারিনি। দেরিতে আসার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।
  • নির্ঝর ১৮/১২/২০১৫
    পড়ে ভাল লেগেছে
  • নির্ঝর ১৭/১২/২০১৫
    ভাল
  • জে এস সাব্বির ১৭/১২/২০১৫
    চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বোঝা যেতে পারে ,কিন্তু মর্তবাসীর ভাষা কি করে বুঝে উঠি!! সব মাথার উপর দিয়েই গেল ।
    • দাদা, স্বর্গের ভাষা একটা। কিন্তু মর্ত্যধামের ভাষা ! সেতো লাখ লাখ, যাই হোক কষ্ট করে পড়ে বোঝার চেষ্টা করেছেন - অনেক অনেক ধন্যবাদ।
 
Quantcast