স্বর্গ হতে জোকস - প্রকাশ্যে মলত্যাগ এ জরিমানা ১০০ টাকা
ভোম্বলদা : ভাইয়া ! জমির ওই আলের ধারে কি করছ ভাইয়া
মর্ত্যবাসী : বাবু শুঁকতাইছি, ইটা তাজা না বাসি !
ভোম্বলদা : ভাই, কি শুঁকে ছিলে, একটু জানাবে আমায়। সকাল সকাল যদি তোমার মত তাজা হতে পারি।
মর্ত্যবাসী : এ লকের আবার ক্যামন কথা গ। ই কি সবাই শুঁকত্যা পারে গ। ই তো বাজ্ঝি গ। আমি সরকার থেক্যা বাঁসি বাজ্যার কাজ পাইছি। রাস্তায় আর মাঠে কেউ যেন্য বাজ্ঝি - প্রস্রাব না করহে গ। যানে এগুলান করবেক, সবার কাছ থেক্যা ১০০ টাকা লুমু। রস খাবা'র জিন্যে। তুমি আবার জিজ্ঞেস করনি যে রস কি !
ভোম্বলদা : ওহ ! এইজন্যে আপনি মানে তুমি শুঁকেছিলে ।
মর্ত্যবাসী: আইজ্ঞা হ গ । একটু আগে পরকাশ ইখান থেক্যা গেল ভাবলাম ১০০ টাকা হবে । এখন দেখছি এত গোবর গ । তব্যে আপলার মান্যে তুমার নামে চালান কাটি ।
মর্ত্যবাসী : বাবু শুঁকতাইছি, ইটা তাজা না বাসি !
ভোম্বলদা : ভাই, কি শুঁকে ছিলে, একটু জানাবে আমায়। সকাল সকাল যদি তোমার মত তাজা হতে পারি।
মর্ত্যবাসী : এ লকের আবার ক্যামন কথা গ। ই কি সবাই শুঁকত্যা পারে গ। ই তো বাজ্ঝি গ। আমি সরকার থেক্যা বাঁসি বাজ্যার কাজ পাইছি। রাস্তায় আর মাঠে কেউ যেন্য বাজ্ঝি - প্রস্রাব না করহে গ। যানে এগুলান করবেক, সবার কাছ থেক্যা ১০০ টাকা লুমু। রস খাবা'র জিন্যে। তুমি আবার জিজ্ঞেস করনি যে রস কি !
ভোম্বলদা : ওহ ! এইজন্যে আপনি মানে তুমি শুঁকেছিলে ।
মর্ত্যবাসী: আইজ্ঞা হ গ । একটু আগে পরকাশ ইখান থেক্যা গেল ভাবলাম ১০০ টাকা হবে । এখন দেখছি এত গোবর গ । তব্যে আপলার মান্যে তুমার নামে চালান কাটি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৬/২০১৮দারুন
-
মোং নাজিম উদ্দিন ২০/০৭/২০১৬হা হা হা
-
নির্ঝর ০৬/১২/২০১৫মজা কম।