www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর্গ হতে জোকস - আমি খুব মস্ত আছি

ভোম্বলদা : এই ভাই তোমরা কি কর।
মর্ত্যবাসী : আমরা সবাই বড় বড় কলেজে পড়ি। স্যান্টো টয়োটা ইঞ্জিনিয়ারিং, ম্যান্তো কোল ইঞ্জিনিয়ারিং, ন্যন্তা ভু বিদ্যা ফ্রম পুনা, গ্যরা জীববিদ্যা ফ্রম সায়বারাবাদ আর চাঁদিপুর থেকে ত্যাড়া স্বাস্থ্যবিদ্যা নিয়ে পড়াশোনা করছি ।
ভোম্বলদা : বাহ : বেশ ! বেশ ! তোমরা তো খুব ভালোছেলে, সবাই উঁচুমানের বিদ্যালয়ে পড়ছো । কেমন পড়ালেখা চলছে বলো ।
মর্ত্যবাসী : বাবা প্রতি মাসে ৫০০০০ টাকা পাঠায় আর আমরা একদম মস্ত । আমাদের সঞ্জয় ভাই জেলে গেছে । আমাদের সব শিখিয়ে গেছে । ঝাঁপ্পি, বলেতো মস্ত । পড়া করতে হয়না, এক একটা চিট্টি রেখেছি - বলেতো রোবট ! আর লেখা এখন বাদ । স্পিচ কনভার্টার ! বলেতো মুখে বলবো আর অমনি লেখা হয়ে যাবে ! বলেতো - পাশ !!! মানে ফাস্টো কেলাস ! ভাই একদম মস্ত !! বহুত ফান্টুস !!

# আমি খুব মস্ত আছি । বলে তো ! একদম ফান্টুস !
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১২৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরশ ০৪/০৪/২০১৬
    মজা পেলাম
  • নির্ঝর ৩০/১১/২০১৫
    মজা পেলাম
 
Quantcast