স্বর্গ হতে জোকস - নো রেড সিগন্যাল একদম ওয়ান ওয়ে বস
ভোম্বলদা : তোমরা কি এখন বিয়েতে যৌতুক নাও না। উত্তর ও পশ্চিম ভারতে তো খুব বেশি চল আছে।
মর্ত্যবাসী : নো। আমরা নেই না। কারণ প্রেম করি, বাপের একটাই মেয়ে দেখে। ইনভেস্টমেন্ট যা করি একটার উপর। এই দু বছরে স্রেফ ৬০০০ টাকা। ব্যাস।
ভোম্বলদা : মানে বুঝলাম না। ইনভেস্টের কথা তো বলিনি। তোমরা তো ইনভেস্টমেন্টের ব্যাপারে কচি খোকা। বার বার ঠকো। আর বারবার ওই চিট ফাঁদে টাকা ঢালো। যত্তসব, কাজ ফাঁকিবাজ ! আর বলো সব সরকারের দোষ ।
মর্ত্যবাসী : হ্যা সব তো সরকারের দোষ। কোনো কাজ দেবে না। চিট ফান্ডের ব্যবসা করবো নাতো কি করব। এমনি এমনি খালি হাতে তো প্রেম হয় না। একটা ফস্কালে আর একটা আছে। এখন চিট গেলেও আমি ফিট। একটা লাইনে নিয়ে এসেছি। বাপটা টপকে গেলে ১ কোটি টাকা, একলাই ওয়ারিশ। নো রেড সিগন্যাল একদম ওয়ান ওয়ে বস।
মর্ত্যবাসী : নো। আমরা নেই না। কারণ প্রেম করি, বাপের একটাই মেয়ে দেখে। ইনভেস্টমেন্ট যা করি একটার উপর। এই দু বছরে স্রেফ ৬০০০ টাকা। ব্যাস।
ভোম্বলদা : মানে বুঝলাম না। ইনভেস্টের কথা তো বলিনি। তোমরা তো ইনভেস্টমেন্টের ব্যাপারে কচি খোকা। বার বার ঠকো। আর বারবার ওই চিট ফাঁদে টাকা ঢালো। যত্তসব, কাজ ফাঁকিবাজ ! আর বলো সব সরকারের দোষ ।
মর্ত্যবাসী : হ্যা সব তো সরকারের দোষ। কোনো কাজ দেবে না। চিট ফান্ডের ব্যবসা করবো নাতো কি করব। এমনি এমনি খালি হাতে তো প্রেম হয় না। একটা ফস্কালে আর একটা আছে। এখন চিট গেলেও আমি ফিট। একটা লাইনে নিয়ে এসেছি। বাপটা টপকে গেলে ১ কোটি টাকা, একলাই ওয়ারিশ। নো রেড সিগন্যাল একদম ওয়ান ওয়ে বস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০৭/০৫/২০১৬হা হা হা হা
-
নির্ঝর ২৮/১১/২০১৫সুন্দর
-
মোঃ মুলুক আহমেদ ২৮/১১/২০১৫ভালো লাগল
-
পরিতোষ ভৌমিক ২ ২৪/১১/২০১৫খুব সুন্দর লাগলো আজকের এই লেখাটি । সু-প্রভাত ।