স্বর্গ হতে জোকস - হ্যাপী দীপাবলী
ভোম্বলদা : জানো আজ কিসের দিন। হ্যাপী দীপাবলী।
মর্ত্যবাসী : ইয়েস আই নো। আজ মজা করার দিন । ফটকা ফাটাবার দিন। টুনি বাল্ব জালানোর দিন। পিনেকা দিন। জুয়া খেলনেকা দিন। মস্তি করনেকা দিন ।
ভোম্বলদা : দূর আজ দীপাবলী। মোমবাতি জালিয়ে উজালা করতে হয়। আজকের দিনে সীতা ১৪ বচ্ছর বনবাসের পর অযোধ্যাতে এসেছিলেন। সেই লক্ষ কোটি বছর থেকে পালন করা হচ্ছে। আজকে উপর থেকে লক্ষী আসবে । আর ফটকা ফাটিয়ে দূষণ করতে নেই। তাতে তোমাদের কষ্ট হবে।
মর্ত্যবাসী : আব্যে থাম তো। আমাদের কষ্ট নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি বেশি সিরিয়াল দেখো মনে হচ্ছে। পাকাও সব সিন। রোনা - ধোনা। তোমরা সব সিরিয়াল দেখে দেখে বহুত বাত ঝাড়ছো। এবার কেবিল লাইন কেটে দেবো। জ্ঞান দেওয়ার মজাটা দেখাচ্ছি।
মর্ত্যবাসী : ইয়েস আই নো। আজ মজা করার দিন । ফটকা ফাটাবার দিন। টুনি বাল্ব জালানোর দিন। পিনেকা দিন। জুয়া খেলনেকা দিন। মস্তি করনেকা দিন ।
ভোম্বলদা : দূর আজ দীপাবলী। মোমবাতি জালিয়ে উজালা করতে হয়। আজকের দিনে সীতা ১৪ বচ্ছর বনবাসের পর অযোধ্যাতে এসেছিলেন। সেই লক্ষ কোটি বছর থেকে পালন করা হচ্ছে। আজকে উপর থেকে লক্ষী আসবে । আর ফটকা ফাটিয়ে দূষণ করতে নেই। তাতে তোমাদের কষ্ট হবে।
মর্ত্যবাসী : আব্যে থাম তো। আমাদের কষ্ট নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি বেশি সিরিয়াল দেখো মনে হচ্ছে। পাকাও সব সিন। রোনা - ধোনা। তোমরা সব সিরিয়াল দেখে দেখে বহুত বাত ঝাড়ছো। এবার কেবিল লাইন কেটে দেবো। জ্ঞান দেওয়ার মজাটা দেখাচ্ছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০৬/০৬/২০১৬দারুন
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/১১/২০১৫দারুন
-
নির্ঝর ২৬/১১/২০১৫বেস সুন্দর
-
দেবাশীষ দিপন ২১/১১/২০১৫দারুণ।দারুণ।।
-
পরশ ২১/১১/২০১৫বেশ!!
-
সবুজ আহমেদ কক্স ২১/১১/২০১৫সুন্দর, ভাল লাগলো