স্বর্গ হতে জোকস - স্কিম টা কেমন পছন্দ তো
মর্ত্যবাসী : জানো আমাদের এখানে ভাইফোটায় রকমারি স্কিম চালু করেছি আর কিছু বাকি আছে, সেটা এই ভোটের আগে চালু করব ।
ভোম্বলদা : ভাইফোটায় রকমারি স্কিম ! সেটা কি রে বাবা এর আগে মর্ত্যে এসে কখনো তো শুনিনি।
মর্ত্যবাসী : যে দুটো চালু ছিল, তা আছে । ভাইফোটা আর জামাইফোটায় খাসি মাংস ও মুরগি মাংসের দাম কমিয়ে দিয়েছি । এবার মিষ্টির দাম কমাবো । তার পরে আলুর দাম, তার পরে চিনি আর ডালডার দাম। তার পরে চালের দাম।
ভোম্বলদা : কেন ভাই ? শুনলাম তোমাদের মর্ত্যধামে চাহিদা বাড়লে দাম বাড়ে, কিন্তু দাম কমাবে কেন ?
মর্ত্যবাসী : জানোনা বুঝি ! আরে ওগুলো খেলে ডায়াবিটিস হবে, ডাক্তারের কাছে যেতে যেতে টাইমপাস হয়ে যাবে । সরকারের পাঁচ বছরের কথাও পাস হয়ে যাবে । টাইমপাস, সরকার পাস আর ভোট পাস । এবার থেকে ড্রিংকস দেওয়া বন্ধ । খাবে ওদের ভোটটা দেবে আমাদের ।
এ স্কিম টা কেমন ! পছন্দ তো !!
ভোম্বলদা : ভাইফোটায় রকমারি স্কিম ! সেটা কি রে বাবা এর আগে মর্ত্যে এসে কখনো তো শুনিনি।
মর্ত্যবাসী : যে দুটো চালু ছিল, তা আছে । ভাইফোটা আর জামাইফোটায় খাসি মাংস ও মুরগি মাংসের দাম কমিয়ে দিয়েছি । এবার মিষ্টির দাম কমাবো । তার পরে আলুর দাম, তার পরে চিনি আর ডালডার দাম। তার পরে চালের দাম।
ভোম্বলদা : কেন ভাই ? শুনলাম তোমাদের মর্ত্যধামে চাহিদা বাড়লে দাম বাড়ে, কিন্তু দাম কমাবে কেন ?
মর্ত্যবাসী : জানোনা বুঝি ! আরে ওগুলো খেলে ডায়াবিটিস হবে, ডাক্তারের কাছে যেতে যেতে টাইমপাস হয়ে যাবে । সরকারের পাঁচ বছরের কথাও পাস হয়ে যাবে । টাইমপাস, সরকার পাস আর ভোট পাস । এবার থেকে ড্রিংকস দেওয়া বন্ধ । খাবে ওদের ভোটটা দেবে আমাদের ।
এ স্কিম টা কেমন ! পছন্দ তো !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঝর ২৬/১১/২০১৫ভালো
-
পরিতোষ ভৌমিক ২ ২৪/১১/২০১৫অবশ্যই একটা ভালো স্কীম, বাস্তবিক ।
-
জেনিথ জনি ২০/১১/২০১৫লেখা ভালো হইসে।