স্বর্গ হতে জোকস - মোবাইলে মিসড কল করার ব্যালান্স নাই
মর্ত্যবাসী : আজ ভাইফোটা। জানো আজ আমি কি কি খেয়েছি। এই আলুভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁচ মিশালী চচ্চড়ি, নারকেল বাগদা, দেশী মুরগির ঝোল, টমেটো চাটনি। আর কোল্ড ড্রিংকস। তবে সকালে ফোটায় পেয়েছি মজা, কারণ খেয়েছি মস্ত কাঠি গজা।
ভোম্বলদা : এ দাঁড়াও , দাঁড়াও ! শুধু গজা কেন ?
মর্ত্যবাসী : কেন জানোতো। ওই আমার দিদি না আমায় মোবাইলে বলেছিল " আমি বাবুর বাড়ির কাজে যাচ্ছি, ওখান থেকে আমার খাবার টা নিয়ে চলে আসব আর তুই আসার সময় মীনাক্ষী সুইটস থেকে কিছু মিষ্টি আর জলখাবার আনিস " আমি যখন দোকানে যাই তখন কোনো দোকানে একটাও মিষ্টি নাই। তাই পাশের মান্নাদের মিষ্টি দোকান থেকে কাঠি গজা নিয়ে এসেছি। আর মোবাইলে মিস কল করার ব্যালান্স ছিল না, তাই । দিদিও কিছু আনেনি।
ভোম্বলদা : মোবাইলে ব্যালান্স রাখোনা কেন ?
মর্ত্যবাসী : জানোনা বুঝি ! আরে গত বছর থেকে দিদির ফোনের জন্যই অপেক্ষা করথিলি ! সেজন্য রি-চার্জ করিনি।
ভোম্বলদা : এ দাঁড়াও , দাঁড়াও ! শুধু গজা কেন ?
মর্ত্যবাসী : কেন জানোতো। ওই আমার দিদি না আমায় মোবাইলে বলেছিল " আমি বাবুর বাড়ির কাজে যাচ্ছি, ওখান থেকে আমার খাবার টা নিয়ে চলে আসব আর তুই আসার সময় মীনাক্ষী সুইটস থেকে কিছু মিষ্টি আর জলখাবার আনিস " আমি যখন দোকানে যাই তখন কোনো দোকানে একটাও মিষ্টি নাই। তাই পাশের মান্নাদের মিষ্টি দোকান থেকে কাঠি গজা নিয়ে এসেছি। আর মোবাইলে মিস কল করার ব্যালান্স ছিল না, তাই । দিদিও কিছু আনেনি।
ভোম্বলদা : মোবাইলে ব্যালান্স রাখোনা কেন ?
মর্ত্যবাসী : জানোনা বুঝি ! আরে গত বছর থেকে দিদির ফোনের জন্যই অপেক্ষা করথিলি ! সেজন্য রি-চার্জ করিনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১৯/০৪/২০১৬ভালো হহেছে
-
নির্ঝর ১৬/০৩/২০১৬ভাল
-
pradip kumar ray ২৪/০২/২০১৬আর একটু মজা চাই ।
-
পরিতোষ ভৌমিক ২ ১৪/১১/২০১৫খুব জমেনি, কিন্তু মন্দ লাগেনি ।