www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর্গ হতে জোকস - উগ্রপন্থী

ভোম্বলদা : এ ভাই. উগ্রপন্থী কি গো ? তুমি কি উগ্রপন্থী !
মর্ত্যবাসী: না আমি উগ্রপন্থী নই। আমি নরমপন্থী। এই যেমন ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না। আমি জোরজার করিনা। পাড়ার ছেলেরা পুজোর চাঁদা চায়, আমি দিয়ে দিই। মদ খেতে চাইলে, আমি এনে দিই। সরকারী অফিসে ঘুস চায়, আমি দিয়ে দিই। বাড়ির মেয়ে-বউরা রাস্তায় বেরোলে কিছু বখাটে ছেলে টোনট করে। আমি কিছু বলি না। আমাদের দেশে আতঙ্কবাদী ঢুকিয়ে ক্ষতি করছে প্রতিবেশী দেশের ভাইয়েরা। আমি কিচ্ছু বলিনা। রাস্তায় মেয়েদের রেপ করলে আমি কিছু বলি না। গুরুজনদের বখাটে ছেলেরা সম্মান দেয় না। আমি কিছু বলিনা। সব সহ্য করি।
ভোম্বলদা : না ভাই। অন্যায়ের প্রতিবাদ করতে হয়। সবই সমাজের কল্যানের জন্য করতে হবে। তুমি ভুল করছ।
মর্ত্যবাসী : কি সাহস তোমার ? আমার সামনে দাঁড়িয়ে বলছ কিনা আমি ভুল করছি। কল্যাণ আমার বৌকে লাইন মারছে আর তুমি বলছ তার কাজ করতে। ব্যাটা তুমি ও মনে হয় লাইন মারছ। এতক্ষণ তোমার মুন্ড উড়িয়ে দেইনি, তোমার সাত জন্মের বাপের ভাগ্য ভালো। যত্তসব উগ্রপন্থী !!
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১২৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast