স্বর্গ হতে জোকস -এতবড় মাথা আর এই ইকো-নো-মিক্স টা বোঝো না
ভোম্বলদা : এসব হচ্ছেটা কি ? দিনের পর দিন ফলমূল কম হচ্ছে । খাতির যত্ন কম হচ্ছে । বলি ব্যাপার টা কি?
মর্ত্যবাসী : দেখুন ন্যাকা সাজবেন না । আপনাদের ওখানেও নিশ্চয় এইরকমই হচ্ছে । ভালোটা আর পাওয়া যাচ্ছে না । নইলে - পাড়ায় পাড়ায় এত মায়েদের উপদ্রব কেন ? মাকালী গ্রামে গঞ্জে একদু জায়গায় ছিল এখন প্রতি পাড়াতে ৪-৫ টি । শ্রী লক্ষ্মী তো ঘরে ঘরে ছিল, এখন পাড়ায় হয় সর্বজনীন । তারপর মা সরস্বতী, তিনিও স্কুল-কলেজের গন্ডি ছাড়িয়ে সর্বজনীন । তেমনি মা শীতলা, মা মনসা আর মা দূর্গা পুরোপুরি সর্বজনীন । এখন মা জগদ্ধাত্রী ও চন্দননগরের রকমারি আলোর লোভে পাড়ায় পাড়ায় সর্বজনীন হওয়ার দৌড়ে ফাস্টো প্রাইজ নিচ্ছেন । বলি ভোলা বাবু তো এখন কর্পোরেট । তাঁর জন্য লম্বা লাইন, ড্রেসকোড মেনে বাঁকে করে জল আনা । গান গাওয়া । এতসব করতে প্রডাক্সান কমছে। মার্কেটে ডিমান্ড বাড়লে তো দাম বাড়বে । আর দাম বাড়লে তো আর পকেটের আমদানি বাড়ছেনা । তাই কম কিনে, কম দিচ্ছে । এতবড় মাথা আর এই ইকো-নো-মিক্স টা বোঝো না ।
মর্ত্যবাসী : দেখুন ন্যাকা সাজবেন না । আপনাদের ওখানেও নিশ্চয় এইরকমই হচ্ছে । ভালোটা আর পাওয়া যাচ্ছে না । নইলে - পাড়ায় পাড়ায় এত মায়েদের উপদ্রব কেন ? মাকালী গ্রামে গঞ্জে একদু জায়গায় ছিল এখন প্রতি পাড়াতে ৪-৫ টি । শ্রী লক্ষ্মী তো ঘরে ঘরে ছিল, এখন পাড়ায় হয় সর্বজনীন । তারপর মা সরস্বতী, তিনিও স্কুল-কলেজের গন্ডি ছাড়িয়ে সর্বজনীন । তেমনি মা শীতলা, মা মনসা আর মা দূর্গা পুরোপুরি সর্বজনীন । এখন মা জগদ্ধাত্রী ও চন্দননগরের রকমারি আলোর লোভে পাড়ায় পাড়ায় সর্বজনীন হওয়ার দৌড়ে ফাস্টো প্রাইজ নিচ্ছেন । বলি ভোলা বাবু তো এখন কর্পোরেট । তাঁর জন্য লম্বা লাইন, ড্রেসকোড মেনে বাঁকে করে জল আনা । গান গাওয়া । এতসব করতে প্রডাক্সান কমছে। মার্কেটে ডিমান্ড বাড়লে তো দাম বাড়বে । আর দাম বাড়লে তো আর পকেটের আমদানি বাড়ছেনা । তাই কম কিনে, কম দিচ্ছে । এতবড় মাথা আর এই ইকো-নো-মিক্স টা বোঝো না ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঝর ০২/১১/২০১৫ভাল লাগল