স্বর্গ হতে জোকস - ব্যাটা আমার শ্বশুরকে নাতি
ভোম্বলদা : দাদা তোমাদের এখানে পাঠালাম । চাষবাস করবে । গাছ লাগবে । সবাইকে ভালবাসবে । কিন্তু তোমরা একি করছ?
মর্ত্যবাসী : কী করছি মানে ? ঠিকই করছি তো? মানুষের চাষ করছি। এই কিছু বছর আগে ছিলাম ৭ কোটি এখন ৭৩০ কোটি। একটু ধৈর্য্য ধরো, ৭০০০ কোটি পার করে দোব । নোবেল পাবো । গাছ কেটে সাবাড় করে দিচ্ছি । পাতা পড়ে নোংরা । আগুন জালালে ধোঁয়া । তাই সব ফার্নিচার করে চালান দেই । আর ভালবাসা ! সুন্দরীদের ধরে ধরে খাই । ভালবাসি তো তাই । কি ? সব ঠিকঠাক করছি তো ! আমরা কোনো কাজে ভুল করি না। আর আমাদের যারা ভুল ধরতে আসে তাদের প্যাদাই। এ তুমি কে হে ? এত কথা জিজ্ঞাসা করছ ? তুমি কি ভুল ধরতে এসেছ আমাদের ?
ভোম্বলদা : না দাদা, আমি অন্য গ্রহে ভুল করে ঢুকে পড়েছি । গতকাল নাইট শিফট ছিল। ঘুম ভালো হয়নি তাই ডিউটি টা লক্ষ্য করিনি।
মর্ত্যবাসী : ব্যাটা ভুল করে ঢুকে পড়েছে। আর জায়গা পেল না, আমাকে জ্ঞান দিছে। আমি এমন দিব না, বাপের জন্মেও ভুলবে না। ব্যাটা আমার শ্বশুরকে নাতি !!!
মর্ত্যবাসী : কী করছি মানে ? ঠিকই করছি তো? মানুষের চাষ করছি। এই কিছু বছর আগে ছিলাম ৭ কোটি এখন ৭৩০ কোটি। একটু ধৈর্য্য ধরো, ৭০০০ কোটি পার করে দোব । নোবেল পাবো । গাছ কেটে সাবাড় করে দিচ্ছি । পাতা পড়ে নোংরা । আগুন জালালে ধোঁয়া । তাই সব ফার্নিচার করে চালান দেই । আর ভালবাসা ! সুন্দরীদের ধরে ধরে খাই । ভালবাসি তো তাই । কি ? সব ঠিকঠাক করছি তো ! আমরা কোনো কাজে ভুল করি না। আর আমাদের যারা ভুল ধরতে আসে তাদের প্যাদাই। এ তুমি কে হে ? এত কথা জিজ্ঞাসা করছ ? তুমি কি ভুল ধরতে এসেছ আমাদের ?
ভোম্বলদা : না দাদা, আমি অন্য গ্রহে ভুল করে ঢুকে পড়েছি । গতকাল নাইট শিফট ছিল। ঘুম ভালো হয়নি তাই ডিউটি টা লক্ষ্য করিনি।
মর্ত্যবাসী : ব্যাটা ভুল করে ঢুকে পড়েছে। আর জায়গা পেল না, আমাকে জ্ঞান দিছে। আমি এমন দিব না, বাপের জন্মেও ভুলবে না। ব্যাটা আমার শ্বশুরকে নাতি !!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০১/১২/২০১৫অসাধারণ
-
আহমাদ আবদুল কাইয়ুম ১০/১০/২০১৫ভালোই হলো
-
সমরেশ সুবোধ পড়্যা ০৭/১০/২০১৫ধন্যবাদ দেবব্রত বাবু। দাদা ভুলটা ঠিক করে দিয়েছি।
-
দেবব্রত সান্যাল ০৫/১০/২০১৫একবার দাদা , একবার ভাই ?