স্বর্গ হতে জোকস ০৮ - ওমা তোমরা তো দেখছি সব জানো গো
ভোম্বলদা : এবার দীপাবলীতে মঙ্গলে যাবো।
মর্ত্যবাসী : কেন? আমদের এখানে থাকবেনা কেন?
ভোম্বলদা : দীপাবলীতে তোমাদের এখানে ! ছ্যা ! এতো ফটকা / বাজি ! ছি! ছি ! কি দুর্গন্ধ। বায়ু দূষণ। শব্দ দূষণ। তোমরা থাকো, বাবা। আমি থাকতে পারবনা। বরং মঙ্গলে গিয়ে একটু রেস্ট নিয়ে আসবো। চেঞ্জ হবে।
মর্ত্যবাসী : সেখানে এখন যাবে না। এইতো সেদিন এক চান্সে মঙ্গলযান পাঠালাম । রেকর্ড। কেউ পারেনি। ওখানের জমি সব বিক্রি হয়ে গেছে। ফ্ল্যাট গুলো বুকিং শুরু হয়ে গেছে।
ভোম্বলদা : কি বলছো এসব। জমি। .. ফ্ল্যাট এসব মানে কি। আর বিক্রিই বা কাকে করলে।
মর্ত্যবাসী : তুমি কিচ্ছু জানো না। ন্যাকা ! বুদ্ধু কাহিকা। বর্তমান সমাজের জ্ঞান কিচ্ছু হলনা। আরে বাবা সবতো স্বর্গবাসিদেরই বিক্রি করে দিয়েছি। তোমরা তিনকূল খেলে, এবার আমরা তোমাদের দালালি খাবো। আমরা স্বর্গবাসীদের আগামী ভোটে তাড়াবো। এটা কি জানো না।
মর্ত্যবাসী : কেন? আমদের এখানে থাকবেনা কেন?
ভোম্বলদা : দীপাবলীতে তোমাদের এখানে ! ছ্যা ! এতো ফটকা / বাজি ! ছি! ছি ! কি দুর্গন্ধ। বায়ু দূষণ। শব্দ দূষণ। তোমরা থাকো, বাবা। আমি থাকতে পারবনা। বরং মঙ্গলে গিয়ে একটু রেস্ট নিয়ে আসবো। চেঞ্জ হবে।
মর্ত্যবাসী : সেখানে এখন যাবে না। এইতো সেদিন এক চান্সে মঙ্গলযান পাঠালাম । রেকর্ড। কেউ পারেনি। ওখানের জমি সব বিক্রি হয়ে গেছে। ফ্ল্যাট গুলো বুকিং শুরু হয়ে গেছে।
ভোম্বলদা : কি বলছো এসব। জমি। .. ফ্ল্যাট এসব মানে কি। আর বিক্রিই বা কাকে করলে।
মর্ত্যবাসী : তুমি কিচ্ছু জানো না। ন্যাকা ! বুদ্ধু কাহিকা। বর্তমান সমাজের জ্ঞান কিচ্ছু হলনা। আরে বাবা সবতো স্বর্গবাসিদেরই বিক্রি করে দিয়েছি। তোমরা তিনকূল খেলে, এবার আমরা তোমাদের দালালি খাবো। আমরা স্বর্গবাসীদের আগামী ভোটে তাড়াবো। এটা কি জানো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।