স্বর্গ হতে জোকস ০৭ - বোঝো ঠেলা
ভোম্বলদা : যা গরম পড়েছে। সব তোমাদের দোষ।
মর্ত্যবাসী : কেন ? আমরা কি করেছি।
ভোম্বলদা : জানোনা ! তোমরা গাছ কেটে সাফ করে দিচ্ছো। পরিবেশ দুষিত করছো। তাতে পৃথিবী গরম হচ্ছে।
মর্ত্যবাসী : ওহ ! এইটা। তোমরা কি কম। তোমরা তো সূর্য্য'কে পাঠিয়ে বাঁশ দিচ্ছো। মনে রেখো আমরা যখন জিন্দাবাদ করে মিছিল নিয়ে যাব তখন বুঝতে পারবে।
ভোম্বলদা : কি করবে ?
মর্ত্যবাসী : দেবুদের বাড়ির একটাও বাঁশ আস্ত রাখব না। ঝান্ডায় জড়িয়ে নিয়ে যাব সঙ্গে। দোবো একদম আছিলা। বোঝো ঠেলা !!!
মর্ত্যবাসী : কেন ? আমরা কি করেছি।
ভোম্বলদা : জানোনা ! তোমরা গাছ কেটে সাফ করে দিচ্ছো। পরিবেশ দুষিত করছো। তাতে পৃথিবী গরম হচ্ছে।
মর্ত্যবাসী : ওহ ! এইটা। তোমরা কি কম। তোমরা তো সূর্য্য'কে পাঠিয়ে বাঁশ দিচ্ছো। মনে রেখো আমরা যখন জিন্দাবাদ করে মিছিল নিয়ে যাব তখন বুঝতে পারবে।
ভোম্বলদা : কি করবে ?
মর্ত্যবাসী : দেবুদের বাড়ির একটাও বাঁশ আস্ত রাখব না। ঝান্ডায় জড়িয়ে নিয়ে যাব সঙ্গে। দোবো একদম আছিলা। বোঝো ঠেলা !!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।