স্বর্গ হতে জোকস পর্ব ০৬ - আমরা দুজন বেকার
ভোম্বলদা : অনেকদিন হলো দেখা হয়নি। কেমন আছো বলো।
মর্ত্যবাসী : ব্যাস। খেয়ে দেয়ে বেশ ভালো আছি। এই কেষ্টটা জিততে পারেনি, এই যা। আর সব ভালো। এই পট্লার বাবাটা ও পটল তুলল। বেশ মাসে মাসে পুটুল দিত, আর কি । আর সব ভালো। মদনার মা টা ও চলে গেল। এই আরকি। বুধুয়ার বউটা বুলার সঙ্গে ভেগে গেল। আর মংলা, সেতো হুদ-হুদে গেল। মদ গাঁজায় আর কোকেন হেরোইনে কে হারায় । এইডসের খেলাটা ও বেশ জমছে। বাকিটা মোটামুটি সব ভালো। বলি, তোমার খবরটা কি?
ভোম্বলদা : আমার আর কোনো খবর নেই। এখানের খবর ওখানে দিতাম। রিলে করতাম। কমেন্টারী করতাম। লাইভ দেখাতাম। কিন্তু তোমরা সবাই ভালো আছো, তাই আমার চাকরি গেছে। ভালো নেই।
মর্ত্যবাসী : তাহলে জমবে ভালো । আমরা দুজন বেকার। এসো দুটো প্যাগ মারি।
মর্ত্যবাসী : ব্যাস। খেয়ে দেয়ে বেশ ভালো আছি। এই কেষ্টটা জিততে পারেনি, এই যা। আর সব ভালো। এই পট্লার বাবাটা ও পটল তুলল। বেশ মাসে মাসে পুটুল দিত, আর কি । আর সব ভালো। মদনার মা টা ও চলে গেল। এই আরকি। বুধুয়ার বউটা বুলার সঙ্গে ভেগে গেল। আর মংলা, সেতো হুদ-হুদে গেল। মদ গাঁজায় আর কোকেন হেরোইনে কে হারায় । এইডসের খেলাটা ও বেশ জমছে। বাকিটা মোটামুটি সব ভালো। বলি, তোমার খবরটা কি?
ভোম্বলদা : আমার আর কোনো খবর নেই। এখানের খবর ওখানে দিতাম। রিলে করতাম। কমেন্টারী করতাম। লাইভ দেখাতাম। কিন্তু তোমরা সবাই ভালো আছো, তাই আমার চাকরি গেছে। ভালো নেই।
মর্ত্যবাসী : তাহলে জমবে ভালো । আমরা দুজন বেকার। এসো দুটো প্যাগ মারি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।