স্বর্গ হতে জোকস পর্ব ০৫ - বেশি জ্ঞান দিও না
ভোম্বলদা : জানো গতকাল হুদ-হুদ এসেছিল।
মর্ত্যবাসী : হ্যা জানি। উপরওয়ালা পাঠিয়েছে। আর আমাদের ক্ষতি করে গেছে। কয়েকটা টপকেছে আর কয়েকটা লটকেছে।
ভোম্বলদা : না না ভুল বুঝছো। ওগুলো আমরা পাঠাইনি । ওগুলো তোমাদের জমা খাতায় ছিল । তাই পেয়েছো।
মর্ত্যবাসী : কেন আমরা কি কাজ করেছি। আর খাতায় কি কি জমা আছে।
ভোম্বলদা : এর আগে টাইফুন, সুনামি, স্যান্ডি, নীলম পেয়েছো। এবার হুদ-হুদ পেলে । এছাড়া তোমাদের তৈরী মহামারী - এইডস, ইবোলা, ডেঙ্গু , সোয়াইন-ফ্লু , ব্লাড সুগার, এগুলো তো রীতিমতো রেশনে পাচ্ছো । শুধু প্লেগ টা আর রেশনে দেওয়া যাবে না। সরকার বন্ধ করেছে। বাকিটার জন্য তোমরা সাবধান হও।
মর্ত্যবাসী : কেন সাবধান হবো ? বরং তোমাদের ওখানে যাওয়ার সময় ফ্রিতে এইডস টাকে সঙ্গে নিয়ে যাবো । তোমাদের বড্ড বাড় বেড়েছে। ফ্রিতে জ্ঞান দেওয়া ! দেখাচ্ছি মজা !!
মর্ত্যবাসী : হ্যা জানি। উপরওয়ালা পাঠিয়েছে। আর আমাদের ক্ষতি করে গেছে। কয়েকটা টপকেছে আর কয়েকটা লটকেছে।
ভোম্বলদা : না না ভুল বুঝছো। ওগুলো আমরা পাঠাইনি । ওগুলো তোমাদের জমা খাতায় ছিল । তাই পেয়েছো।
মর্ত্যবাসী : কেন আমরা কি কাজ করেছি। আর খাতায় কি কি জমা আছে।
ভোম্বলদা : এর আগে টাইফুন, সুনামি, স্যান্ডি, নীলম পেয়েছো। এবার হুদ-হুদ পেলে । এছাড়া তোমাদের তৈরী মহামারী - এইডস, ইবোলা, ডেঙ্গু , সোয়াইন-ফ্লু , ব্লাড সুগার, এগুলো তো রীতিমতো রেশনে পাচ্ছো । শুধু প্লেগ টা আর রেশনে দেওয়া যাবে না। সরকার বন্ধ করেছে। বাকিটার জন্য তোমরা সাবধান হও।
মর্ত্যবাসী : কেন সাবধান হবো ? বরং তোমাদের ওখানে যাওয়ার সময় ফ্রিতে এইডস টাকে সঙ্গে নিয়ে যাবো । তোমাদের বড্ড বাড় বেড়েছে। ফ্রিতে জ্ঞান দেওয়া ! দেখাচ্ছি মজা !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ২৪/০৯/২০১৫