স্বর্গ থেকে জোকস পর্ব ০৩ - জনসংখ্যা
ভোম্বলদা : এসো। খাবে এসো। আচ্ছা তোমরা কতজন। দুজন না তিনজন।
মর্ত্যবাসী : কারা। আমরা মানে আমার পরিবার, দেশবাসী, না পৃথিবীবাসী।
ভোম্বলদা : তোমরা আর পৃথিবীবাসী কী আলাদা ?
মর্ত্যবাসী : হ্যা। আমরা মানে - এই এগারোজন মাত্র। আর দেশবাসী মানে ১২৫ কোটি মাত্র। আর পৃথিবীবাসী মানে ওই ৭৩০ কোটির একটু বেশি।
ভোম্বলদা : বল কি ? তোমরা ৭৩০ কোটি। এতজন খাবে কি। প্রসাদে তো হবে না। কি খাও তোমরা।
মর্ত্যবাসী : যা পাই তাই খাই। অপরের ফেলে দেওয়া খাই। কেড়ে খাই। না পেলে মেরে খাই। কিছু বাদ দেইনা। সব খাই।
ভোম্বলদা : কি বলছ। না পেলে মেরে খাও, কেড়ে খাও। এতো খুব পাপের কথা। শোনা পাপ।
মর্ত্যবাসী : আর কি করার আছে। সংসার বেড়েছে। চাহিদা বেড়েছে। দাম ও বেড়েছে। একটু কাড়াকাড়ি / মারামারি তো হবেই। আমরা এতে সবাই অ্যাডজাস্ট করে নেই।
ভোম্বলদা : জন্ম সংখ্যা একটু কমাতে পারোনা।
মর্ত্যবাসী : পাগল ! তাহলে রেশন কি করে বেশি পাব। সরকারী এটা ওটা কি করে পাব। ভোটের কি হবে। দাদা কি ভাবে জিতবে। দেখ দাদা, আমরা সব কষ্ট সইতে পারি কিন্তু ভোটটা নস্ট করতে পারব নি, দাদা। অনেক ইন্টারভিউ হলো এবার এসোতো দাদা। ভোটের লিস্ট টা চেক করতে হবে। মাথা খারাপ করে দিও না। ন্যাকা !
মর্ত্যবাসী : কারা। আমরা মানে আমার পরিবার, দেশবাসী, না পৃথিবীবাসী।
ভোম্বলদা : তোমরা আর পৃথিবীবাসী কী আলাদা ?
মর্ত্যবাসী : হ্যা। আমরা মানে - এই এগারোজন মাত্র। আর দেশবাসী মানে ১২৫ কোটি মাত্র। আর পৃথিবীবাসী মানে ওই ৭৩০ কোটির একটু বেশি।
ভোম্বলদা : বল কি ? তোমরা ৭৩০ কোটি। এতজন খাবে কি। প্রসাদে তো হবে না। কি খাও তোমরা।
মর্ত্যবাসী : যা পাই তাই খাই। অপরের ফেলে দেওয়া খাই। কেড়ে খাই। না পেলে মেরে খাই। কিছু বাদ দেইনা। সব খাই।
ভোম্বলদা : কি বলছ। না পেলে মেরে খাও, কেড়ে খাও। এতো খুব পাপের কথা। শোনা পাপ।
মর্ত্যবাসী : আর কি করার আছে। সংসার বেড়েছে। চাহিদা বেড়েছে। দাম ও বেড়েছে। একটু কাড়াকাড়ি / মারামারি তো হবেই। আমরা এতে সবাই অ্যাডজাস্ট করে নেই।
ভোম্বলদা : জন্ম সংখ্যা একটু কমাতে পারোনা।
মর্ত্যবাসী : পাগল ! তাহলে রেশন কি করে বেশি পাব। সরকারী এটা ওটা কি করে পাব। ভোটের কি হবে। দাদা কি ভাবে জিতবে। দেখ দাদা, আমরা সব কষ্ট সইতে পারি কিন্তু ভোটটা নস্ট করতে পারব নি, দাদা। অনেক ইন্টারভিউ হলো এবার এসোতো দাদা। ভোটের লিস্ট টা চেক করতে হবে। মাথা খারাপ করে দিও না। ন্যাকা !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১১/০২/২০২২হেব্বি
-
সুলতান মাহমুদ ২০/০৯/২০১৫হা হা হা