স্বর্গ থেকে জোকস পর্ব ০০২ - নেশা
ভোম্বলদা : কেমন আছ ভাইয়া।
মর্ত্যবাসী : একদম মস্ত। কোকেন, হেরোইন পাই বস্তা বস্তা,
মদ আর জুয়া একেবারে সস্তা।
গুটখা বিড়ি ভাং, চরস-গাঁজা,
সবেতেই ভীষণ! ভীষণ!!! মজা।
ভোম্বলদা : এগুলো কি জিনিস ভাই।
রসগুল্লা, পানতুয়া না মিঠাই।
আমাকে একটু দিও মজা পাই।
মর্ত্যবাসী : না গো না। তোমায় দেবো না।
গারান্টি দাও - একসাইজ এর লোকেরা তাহলে জেলে দেবে না।
ভোম্বলদা : একসাইজ এর লোকেরা! তারা, কারা গো।
ওরা কি মারে, না শুধু ধরে গো।
মর্ত্যবাসী : দূর! বোকা। ওরা কি কচি খোকা।
পয়সা না নিয়ে শুধু দেবে বকা।
এখানে নেতাও ঝাড়েনা ফ্রিতে বকা।
ভোম্বলদা : তাহলে বলছ কি করে, ভীষণ ভালো।
জগতকে করছ না কেন আলো?
মর্ত্যবাসী : অনেক জ্বালালে। এবার সূর্যের বাতিটা নিভিয়ে দাও,
দিনটা করতো কালো।
ন্যাকা!!
মর্ত্যবাসী : একদম মস্ত। কোকেন, হেরোইন পাই বস্তা বস্তা,
মদ আর জুয়া একেবারে সস্তা।
গুটখা বিড়ি ভাং, চরস-গাঁজা,
সবেতেই ভীষণ! ভীষণ!!! মজা।
ভোম্বলদা : এগুলো কি জিনিস ভাই।
রসগুল্লা, পানতুয়া না মিঠাই।
আমাকে একটু দিও মজা পাই।
মর্ত্যবাসী : না গো না। তোমায় দেবো না।
গারান্টি দাও - একসাইজ এর লোকেরা তাহলে জেলে দেবে না।
ভোম্বলদা : একসাইজ এর লোকেরা! তারা, কারা গো।
ওরা কি মারে, না শুধু ধরে গো।
মর্ত্যবাসী : দূর! বোকা। ওরা কি কচি খোকা।
পয়সা না নিয়ে শুধু দেবে বকা।
এখানে নেতাও ঝাড়েনা ফ্রিতে বকা।
ভোম্বলদা : তাহলে বলছ কি করে, ভীষণ ভালো।
জগতকে করছ না কেন আলো?
মর্ত্যবাসী : অনেক জ্বালালে। এবার সূর্যের বাতিটা নিভিয়ে দাও,
দিনটা করতো কালো।
ন্যাকা!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শান্তনু ব্যানার্জ্জী ১৪/০৯/২০১৫বাহ বেশ ভাল ।
-
কিশোর কারুণিক ১৪/০৯/২০১৫ভাল লাগল আপনার লেখাটি