www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুভ জন্মদিনে প্রীতি শুভেচ্ছা

পুত্র হোক মোদের রাখিব যতনে -
খেলনা-সুখ আর দেব ধরার আনন্দ সবই,
এই আশাকরে ঘরবেঁধে ছিলেন -
মাধাখালীর অমলেশবাবু আর শকুন্তলাদেবী ।
আশার আলো জ্বালিয়ে ঘরে এলো -
সুশীল সুন্দর এক পুত্র-সন্তান,
সেই সন্তানের দীপ্তশিখা প্রকাশ হলো -
করলো ফার্মার্সক্লাবকে মহান ।
সারাদিন কাজ তার -
বিশ্ববন্ধু কৃষকদের জন্য,
তাঁদের সেবায় নিয়োজিত প্রাণ -
যাঁরা সবার মুখে তুলে দেয় অন্ন ।
পৃথিবীর আশু সমস্যা অনেক -
জনসংখ্যা, বেকারত্ব আর দূষণ,
সকলের কষ্টে তুমি নিজেকে করিলে -
জনগনের সেবায় সমর্পণ ।
এইভাবে একদিন গৌতম ও হয়েছিল -
এই সমাজের পরম সম্মানীয় বুদ্ধ,
তাঁরই আদর্শে আর বিবেকের বাণী -
দিনে দিনে করেছে সমৃদ্ধ ।
ওগো কর্মবীর ওগো মহাবীর -
তুমি দূষণমুক্ত করে নির্মল কর এ বাতাস,
বাবামায়ের জীবন ধন্য করেছ -
তাঁরা যে নাম রেখেছেন ওমপ্রকাশ ।
ওগো বীর চালিয়ে যাও কাজ -
ফার্মার্সক্লাব আর কৃষকদের জন্য ।
জন্ম করেছ তুমি সার্থক -
তুমি নও সামান্য ।
তুমি সকলের তুমি বিশ্ববাসীর -
তুমি বিশ্বের মিত্র, তুমি সবার ভাই,
৫ই নভেম্বর তোমার শুভ জন্মদিনে -
আমরা সকলে আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জানাই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি অভিষেক ভাইকে ।
  • অভিষেক মিত্র ০৫/০৯/২০১৫
    খুব ভালো লাগলো।
  • খুব ভালো লাগলো
  • সবুজ আহমেদ কক্স ২৯/০৮/২০১৫
    বেশ দারুন
  • মোবারক হোসেন ২৯/০৮/২০১৫
    ভাল লাগলো পড়ে।
  • কিশোর কারুণিক ২৮/০৮/২০১৫
    বেশ বেশ
  • কল্লোল বেপারী ২৭/০৮/২০১৫
    খুব ভালো লাগলো কবি।
 
Quantcast