www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঠিকানা বিহীন সর্ব নাশা ভালবাসা

প্রথম দেখা;
বৃষ্টি সিক্ত লাল মাটিতে_
ইট বিছানো-
খুব সতর্ক; কোথাও কোথাও_এলোপাথাড়ি।


কে তুমি?
তুমি কি সেই কষ্ট আমার_
যার কারনে অপেক্ষাতে,
কাটছে প্রহর, সিন্ধু মাঝে;
সর্বশান্ত।
ওপারেতে ইটের পথে;
হাঁটছ তুমি একলা হয়ে ।


কে তুমি?
তুমি কি সেই_ কষ্ট আমার।
যার কারনে-
দুঃখ ভরা গগন মাঝে,
নাটাই ছেঁড়া ঘুড়ি হয়ে; উড়ছি আমি
_______________ ঠিকানা বিহীন।


তুমি কি সেই “মেঘবালিকা”
উজান থেকে হঠাৎ আসা-
জলোচ্ছাসে ভাসিয়ে ধরা-
ধ্বংসলীলায় মেতে ওঠা;
সর্ব_নাশা;
ভালবাসা ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কী কবি হতাশ কেন ? ভালোবাসাই তো সাহস যোগায় । প্রেরণা প্রণোদনা দেয় ।
    সাহসী হোন । সত্যিকার ভালোবাসায় কষ্ট থাকলেও তা অমীয় । ধন্যবাদ ।
  • মুক্তপুরুষ ১০/১০/২০১৭
    কবিতার কথা কি বলব অসাধারণ কবিতা। তবে নাম নিয়ে একটু দ্বিধা আছে।
  • মধু মঙ্গল সিনহা ১০/১০/২০১৭
    অশেষ ধন্যবাদ,অনেক সুন্দর লেখনি প্রিয় কবি...
  • আজাদ আলী ১০/১০/২০১৭
    পূর্বরাগ
 
Quantcast