বিদ্রোহী দুপুর
বিগত রাতের অন্ধকার খুঁড়ে
বের হয় ভোর নামক ক্ষুদ্র ইঁদুর।
আঁধারের আভরণ
একে একে খুলে ফেলে
গুটি গুটি পায়ে এগোয়
সকালের দিকে।
ভোর আর সকালের সঙ্গমে
জন্ম নেয় বিদ্রোহী দুপুর
চোখে-মুখে তার
উদ্ধত প্রখর রোদ
বুকে তার ঝলসে দেবার
দীপ্ত চেতনা।
বিকেলের নরম রোদেএখন
আমরা বড় বেশি নতজানু।
অমাবস্যাই এখন বাস্তবতা
বিশ্ব বিবেকের চোখে।
দূরাগত আলো কেবলই
হারায় দানবতার অন্ধকারে।
টেস্টামেন্টের পায়ের নিচে
দলিত মথিত আজ স্থবির মানবতা
ভিখ মাগে বিবস্ত্র জীবনের।
এখন তাই বিদ্রোহী দুপুর
বড় বেশি কাঙ্ক্ষিত নির্বাক সময়ের।
>সালু আলমগীর
১৬.০৭.২০১৪
বের হয় ভোর নামক ক্ষুদ্র ইঁদুর।
আঁধারের আভরণ
একে একে খুলে ফেলে
গুটি গুটি পায়ে এগোয়
সকালের দিকে।
ভোর আর সকালের সঙ্গমে
জন্ম নেয় বিদ্রোহী দুপুর
চোখে-মুখে তার
উদ্ধত প্রখর রোদ
বুকে তার ঝলসে দেবার
দীপ্ত চেতনা।
বিকেলের নরম রোদেএখন
আমরা বড় বেশি নতজানু।
অমাবস্যাই এখন বাস্তবতা
বিশ্ব বিবেকের চোখে।
দূরাগত আলো কেবলই
হারায় দানবতার অন্ধকারে।
টেস্টামেন্টের পায়ের নিচে
দলিত মথিত আজ স্থবির মানবতা
ভিখ মাগে বিবস্ত্র জীবনের।
এখন তাই বিদ্রোহী দুপুর
বড় বেশি কাঙ্ক্ষিত নির্বাক সময়ের।
>সালু আলমগীর
১৬.০৭.২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৬/০৭/২০১৪
-
আবু সাহেদ সরকার ১৬/০৭/২০১৪সুন্দর একটি প্রকাশ কবি বন্ধু। আমার (বিদ্রোহী নারী) কবিতাটি পড়ার আমন্ত্রণ।
-
ডঃ শিপ্রা হালদার ১৬/০৭/২০১৪দারুন লিখেছেন।।খুব সাবলীল...ভাল লাগ্ল।।লিখতে থাকুন
শুভেচ্ছা রইলো।