মন কেন শ্রাবণ হবি
বৃষ্টিভেজা এই দুপুরে
যার বিহনে মনের মালায়
কষ্টমিহিন বিনি সুতায়
দুঃখ গেঁথে উজাড় হলি
তার জন্যে মন কেন উতল হবি?
আঁধার ঘেরা ভোরের আলোয়
ঘাসের ডগায় নোলকজ্বলা
শিশিরমেয়ের যে হাসিটা
হারিয়ে যায় প্রখর আলোয়
তার জন্যে মন কেন উদাস হবি?
নীরব নিথর দীঘির জলে
রুপার রঙে রঙ মিশিয়ে
ছবি আঁকা জ্যোৎস্নাআলো
ঢেউ তুলে হারিয়ে গেলে
তার জন্যে মন কেন অতল হবি?
আকাশছোঁয়া অন্ধকারে
ভালবাসার স্বপ্ন মেখে
নক্ষত্রের জোনাকি যদি
ভরা জ্যোৎস্নায় পথ হারায়
তার জন্যে মন কেন মাতাল হবি?
সুখবিহীন এই শূন্য হাতে
সুখছোঁয়া হাত কেউ না রাখে
স্বপ্নহীন এই নিঃস্ব চোখে
স্বপ্ন যদি কেউ না আঁকে
তার জন্যে মন কেন শ্রাবণ হবি !
>সালু আলমগীর
১৫.০৭.২০১৪
যার বিহনে মনের মালায়
কষ্টমিহিন বিনি সুতায়
দুঃখ গেঁথে উজাড় হলি
তার জন্যে মন কেন উতল হবি?
আঁধার ঘেরা ভোরের আলোয়
ঘাসের ডগায় নোলকজ্বলা
শিশিরমেয়ের যে হাসিটা
হারিয়ে যায় প্রখর আলোয়
তার জন্যে মন কেন উদাস হবি?
নীরব নিথর দীঘির জলে
রুপার রঙে রঙ মিশিয়ে
ছবি আঁকা জ্যোৎস্নাআলো
ঢেউ তুলে হারিয়ে গেলে
তার জন্যে মন কেন অতল হবি?
আকাশছোঁয়া অন্ধকারে
ভালবাসার স্বপ্ন মেখে
নক্ষত্রের জোনাকি যদি
ভরা জ্যোৎস্নায় পথ হারায়
তার জন্যে মন কেন মাতাল হবি?
সুখবিহীন এই শূন্য হাতে
সুখছোঁয়া হাত কেউ না রাখে
স্বপ্নহীন এই নিঃস্ব চোখে
স্বপ্ন যদি কেউ না আঁকে
তার জন্যে মন কেন শ্রাবণ হবি !
>সালু আলমগীর
১৫.০৭.২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৫/০৭/২০১৪বাহ্ কবি, মুগ্ধ হলাম লিখনীতে। বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা রইলো কবি।।।
-
পিয়ালী দত্ত ১৫/০৭/২০১৪বেশ ভাল...
-
আসগার এইচ পারভেজ ১৫/০৭/২০১৪সুন্দন ও ছন্দময়, ভালো লাগল
-
আবু সাহেদ সরকার ১৫/০৭/২০১৪খুব সুন্দর একটি কবিতা পড়লাম কবি বন্ধু।