এক বিকেলে
এক বিকেলে
দেখা হল তোমার সাথে
ঝাপসা চোখের এলোমেলো চাহনি
নিস্তব্ধতা,নীরবতা, তারপর জিজ্ঞাসিলে—
কেমন আছ?
শত কষ্টে শত বেদনায়ও যদি থাকি
তবুও বলব—ভালো আছি।
তোমার চোখে দেখি —
নীলাঞ্জনা আকাশ
কাঁচের মতো স্বচ্ছ টলমলে
কিছু একটা খুঁজি সারাক্ষণ,
কিন্তু পাই না!
কোথায় আমার সর্ষেহলুদ ভালোবাসা।
কুশার চাদরে যেন আবৃত হয়ে
আছে আমার ভালোবাসা।
ও... কুয়াশা তুমি এক ফোঁটা রোদ্দুর হও
আমৃত্যু আমি তোমার
কেনা ভৃত্য হব।
কিছু কথা, কিছু প্রশ্ন
কিছু ঠিক উত্তর, কিছু ভুল।
তারপর ...
চিরাচরিতভাবে অস্ফুট উচ্চারণ —
হে বন্ধু বিদায় !!
24.06.1998
দেখা হল তোমার সাথে
ঝাপসা চোখের এলোমেলো চাহনি
নিস্তব্ধতা,নীরবতা, তারপর জিজ্ঞাসিলে—
কেমন আছ?
শত কষ্টে শত বেদনায়ও যদি থাকি
তবুও বলব—ভালো আছি।
তোমার চোখে দেখি —
নীলাঞ্জনা আকাশ
কাঁচের মতো স্বচ্ছ টলমলে
কিছু একটা খুঁজি সারাক্ষণ,
কিন্তু পাই না!
কোথায় আমার সর্ষেহলুদ ভালোবাসা।
কুশার চাদরে যেন আবৃত হয়ে
আছে আমার ভালোবাসা।
ও... কুয়াশা তুমি এক ফোঁটা রোদ্দুর হও
আমৃত্যু আমি তোমার
কেনা ভৃত্য হব।
কিছু কথা, কিছু প্রশ্ন
কিছু ঠিক উত্তর, কিছু ভুল।
তারপর ...
চিরাচরিতভাবে অস্ফুট উচ্চারণ —
হে বন্ধু বিদায় !!
24.06.1998
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৯/০৭/২০১৪মুগ্ধ হলাম লিখনীতে। শুভেচ্ছা জানবেন কবি।
-
রামবল্লভ দাস ০৯/০৭/২০১৪বিকেলে প্রেমিকার হাত , বড্ড কোমল । দারুণ এক অনুভূতি ।
-
সুরজিৎ সী ০৯/০৭/২০১৪""কিছু কথা, কিছু প্রশ্ন
কিছু ঠিক উত্তর, কিছু ভুল।
তারপর ...
চিরাচরিতভাবে অস্ফুট উচ্চারণ —
হে বন্ধু বিদায় !! ""
অসাধারণ! !