গন্তব্য
আধো আলো আধো অন্ধকারে
খুব কাছে থেকে দেখেছি —
তার বিমর্ষ ম্লান মুখ
কষ্টক্লান্ত দুটি চোখ।
কাঁপা কাঁপা ঠোঁটে ছিল
ফাল্গুনী মাতাল হাওয়া।
রাশি রাশি কষ্ট ঝরা
এলো চুল।
চিবুকের কালো তিল
নাকের ডগায় জমা
শিশিরের জল
নিগূঢ় মমতা মাখা দৃষ্টি
আমাকে বিদ্ধস্ত করেছিল বারবার।
ভালোবাসার প্রবল স্রোতে
নদীর পাড়ের মতো
একটু একটু করে ভেঙে পড়েছি
গভীর কালো জলে।
তিব্র নেশার ঘোরে
নিয়ন্ত্রণহীন ছুটে চলেছি
মোহনায়।
সাগরের নীল নোনা জলে
মিশে খুব করে বুঝেছি
আমার আর ফেরা হবে না।
খুব কাছে থেকে দেখেছি —
তার বিমর্ষ ম্লান মুখ
কষ্টক্লান্ত দুটি চোখ।
কাঁপা কাঁপা ঠোঁটে ছিল
ফাল্গুনী মাতাল হাওয়া।
রাশি রাশি কষ্ট ঝরা
এলো চুল।
চিবুকের কালো তিল
নাকের ডগায় জমা
শিশিরের জল
নিগূঢ় মমতা মাখা দৃষ্টি
আমাকে বিদ্ধস্ত করেছিল বারবার।
ভালোবাসার প্রবল স্রোতে
নদীর পাড়ের মতো
একটু একটু করে ভেঙে পড়েছি
গভীর কালো জলে।
তিব্র নেশার ঘোরে
নিয়ন্ত্রণহীন ছুটে চলেছি
মোহনায়।
সাগরের নীল নোনা জলে
মিশে খুব করে বুঝেছি
আমার আর ফেরা হবে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ০৮/০৭/২০১৪অনবদ্য সৃষ্টি
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪বাহ্! দারুন লাগলো কবি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
-
আসগার এইচ পারভেজ ০৭/০৭/২০১৪এমন সুখের সাগর থেকে কেউ কি ফিরতে চায়?
-
রামবল্লভ দাস ০৭/০৭/২০১৪হতাশা কেন ??