আমি তোমার পথিক হবো
ভালবাসা শিকার করতে নামিনি আমি,
দোনলা কোন হৃদয় হাতে(!)।
আমি জাল পেতেও বসিনি কোন
মাকড়ের মতো বিষাক্ত রাতে।
ধারাবাহিক কোন নাটক সাজাইনি
তুমি আসবে বলে এ পথ, প্রাতে।
তবে কেন তুমি তন্বী, মিছে সন্দেহ নেবে,
কোন্ অবিশ্বাসে ?
তবে কেন তুমি দেখাবে আমায় মৃত্যুর পথ;
যেথায় মৃতরা বাঁচে!
বরং তুমই হয়ে ওঠো আমার পথ, পথচলা,
যে পথে স্বপ্ন আছে।
যে পথ পথিককে দেখায় স্বপ্ন বেঁচে থাকার সৌন্দর্যের নীলপদ্ম। তোমার এই পথে আমি হেঁটে চলেছি সেই নীলপদ্মের সন্ধানে। এপথে আমি অনন্তকালের একলা পথিক, শুন্য হাতে, শুন্য থেকে; এ শূন্যতা শুধু তোমার তন্বী, এ পথ-প্রান্তই আমার চূড়ান্ত সীমানা। তোমার ঐ পথে আমায় তুমি নেবে তো তোমার পথিক করে?
আমি তোমার পথিক হবো। এ শূন্যতা শুধু তোমার তন্বী, তোমার প্রান্তই আমার চূড়ান্ত সীমানা।
দোনলা কোন হৃদয় হাতে(!)।
আমি জাল পেতেও বসিনি কোন
মাকড়ের মতো বিষাক্ত রাতে।
ধারাবাহিক কোন নাটক সাজাইনি
তুমি আসবে বলে এ পথ, প্রাতে।
তবে কেন তুমি তন্বী, মিছে সন্দেহ নেবে,
কোন্ অবিশ্বাসে ?
তবে কেন তুমি দেখাবে আমায় মৃত্যুর পথ;
যেথায় মৃতরা বাঁচে!
বরং তুমই হয়ে ওঠো আমার পথ, পথচলা,
যে পথে স্বপ্ন আছে।
যে পথ পথিককে দেখায় স্বপ্ন বেঁচে থাকার সৌন্দর্যের নীলপদ্ম। তোমার এই পথে আমি হেঁটে চলেছি সেই নীলপদ্মের সন্ধানে। এপথে আমি অনন্তকালের একলা পথিক, শুন্য হাতে, শুন্য থেকে; এ শূন্যতা শুধু তোমার তন্বী, এ পথ-প্রান্তই আমার চূড়ান্ত সীমানা। তোমার ঐ পথে আমায় তুমি নেবে তো তোমার পথিক করে?
আমি তোমার পথিক হবো। এ শূন্যতা শুধু তোমার তন্বী, তোমার প্রান্তই আমার চূড়ান্ত সীমানা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ১১/০৬/২০১৪
-
আবু সাহেদ সরকার ১১/০৬/২০১৪বেশ লাগলো।
পথ পাবে না জলদি