www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছাড় নেই

আজ কিছু দিতে আসি নি, নিতে এসেছি ।
যা দিয়েছি, যতটুকু দিয়েছি— তার সবটুকু ফেরত চাই;
একটুও ছাড় নেই, সবটুকু ফেরত চাই ।


রক্তকে উত্তপ্ত রৌদ্রে পানি করে গড়ে দিয়েছি
এই ছোট বড় সব অট্টালিকা;
অথচ আমি কেন বাস্তুহারা ?
তীব্র প্রসব-ব্যথায় ফুটপাথে কাতরাচ্ছে
আমার গর্ভবতী স্ত্রী !
আজ সব— সব অট্টালিকা আমার ফেরত চাই ।


সতী নারীর স্পর্শে পবিত্র শরীরকে কাঁদাজলে মেখে
শূন্য জমিকে ভরে দিয়েছি সোনার ফসলে;
অথচ আমার পেটে কেন ক্ষুধার আগুন ?
চোখভরা অশ্রু নিয়ে শূন্য হাড়ির দিকে চেয়ে আছে
আমার নয় বৎসরের অবুঝ কন্যাশিশুটি !
আজ সমস্ত জমি আমার ফেরত চাই ।
সব সোনার ফসল নিয়েই ঘরে ফিরব ।


না না, আজ কোন ছাড় নেই— সবটুকু ফেরত চাই;
যা দিয়েছি, যতটুকু দিয়েছি— তার সবটুকু ফেরত চাই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমি-তারেক ২৪/০২/২০২৩
    Sundor oviprokash...
  • চমৎকার
  • নাইস
  • ফয়জুল মহী ১০/০২/২০২৩
    ভীষণ ভালো লাগলো
 
Quantcast