www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই স্বপ্ন



দুঃখের দহনে দগ্ধ সেই স্বপ্ন
                 আজো চুপ করে বসে থাকে
                           ধূসর মেঘের পাশে—
হিম হাওয়ার ডানায় চড়ে
                         আমি ছুটে যাই তার কাছে;
শোকার্ত কণ্ঠে জিজ্ঞেস করি—
স্বপ্ন, তুমি কি এখনো অহংকারী চাঁদের উলঙ্গ বুকে
                              কান পেতে শুনতে পাও
                                              সুতীব্র চিৎকার?

কারারুদ্ধ বন্দির মতন লৌহ শিক ধরে
সে উঠে দাঁড়ায়; দুই ফোঁটা অশ্রু ফেলে
নিঃশব্দে লুকিয়ে যায় মেঘের ভিতর !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপ্ন অহঙ্কারি বটে। চেষ্টা করলে স্বপ্নকে ও হয়ত বাধা যায় মায়াডোরে। অসাধারন কবিতা মাহফুজ ভাই
  • Înšigniã Āvî ০৮/১০/২০১৩
    দারুন কাব্য.....
  • অসাধারণ সালমান ভাই
 
Quantcast