অতুল শিহরণ
সুনীল আকাশ আজ মেতেছে রোদ-বৃষ্টি খেলায়,
বিহঙ্গেরা সবে মিলে নেচে গেয়ে হয়েছে ব্যাকুল;
অগ্নিমূর্ত অরুণের সোনামাখা রোদের ছোঁয়ায়
অবুঝ শিশুর মত হেসে উঠল বৃষ্টিসিক্ত ফুল !
গ্যাস-বেলুনের মত ফুলে উঠছে নদীর জল,
সেইসাথে টিপ টিপ করে ঝরতে লাগল বাদল—
প্রকৃতির এই শোভা দেখে আমার চিত্তগহনে
রঙিন আল্পনা এঁকে জেগেছে অতুল শিহরণ
নরক হতে বিদায় নিয়ে যেন স্বর্গের ভুবনে
আজকে আমি খুঁজে পেলাম এক নতুন জীবন ।
বিহঙ্গেরা সবে মিলে নেচে গেয়ে হয়েছে ব্যাকুল;
অগ্নিমূর্ত অরুণের সোনামাখা রোদের ছোঁয়ায়
অবুঝ শিশুর মত হেসে উঠল বৃষ্টিসিক্ত ফুল !
গ্যাস-বেলুনের মত ফুলে উঠছে নদীর জল,
সেইসাথে টিপ টিপ করে ঝরতে লাগল বাদল—
প্রকৃতির এই শোভা দেখে আমার চিত্তগহনে
রঙিন আল্পনা এঁকে জেগেছে অতুল শিহরণ
নরক হতে বিদায় নিয়ে যেন স্বর্গের ভুবনে
আজকে আমি খুঁজে পেলাম এক নতুন জীবন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/০২/২০২৩খুবই সুন্দর প্রকাশ।
-
אולי כולנו טועים ০৭/১০/২০১৩খুব ভালো লাগলো।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩চমৎকার বর্ননা।
-
Înšigniã Āvî ০৫/১০/২০১৩দারুন
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩খুব ভালো বর্ণনা প্রকৃতির সৌন্দর্যের ভালো লেগেছে
-
সুবীর কাস্মীর পেরেরা ০৫/১০/২০১৩অসাধারণ কবিতা সালমান ভাই