www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি চলে যাবার পর থেকে



নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
আমার হৃদয়জুড়ে শুধুই বিষাদের অগ্নি;
মেঘের ঘোমটা সরিয়ে আমি কতবার
রূপালি চাঁদের সেই মায়াবিনী মুখচ্ছবি
                      দেখতে চেয়েছি—
একদিন যার শুভ্র জ্যোৎস্নায় স্নান করে
তোমার সবুজ ভালোবাসায় আমি ভূমিষ্ঠ হয়েছিলাম;
সেদিন তোমার সজীব স্পর্শে হৃদয় থেকে
শুকনো পাতার মত নিঃশব্দে ঝরে গিয়েছিল
বিগত দিনের কষ্টবিদ্ধ স্মৃতিগুলি—
আজ সেই চাঁদ নেই, সেই জ্যোৎস্না
অশ্রুর আগুনে পুড়ে ছাই হয়ে উড়ে !

নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
ভোরের সজীব ফুলে দেখতে পাইনি
              কোন মৌপিয়াসী পতঙ্গ;
দেখেছি কিছু বিষাক্ত পোকা চিরে চিরে খাচ্ছে
          নরম পাঁপড়িগুলো !

নীলিমা, তুমি চলে যাবার থেকে
শেষ বিকেলের সেই স্নিগ্ধতা আর নেই—
প্রতিটি সন্ধ্যা এক-একটি দুঃস্বপ্ন;
আকাশকে রক্তাক্ত করে ডুবে যায় সূর্য
নিঃসঙ্গ হৃদয়ের নিবিড় অন্ধকারে !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ০৪/১০/২০১৩
    --নীলামা বেশ লাগলো. তুমি তো ভালো লিখো নতুন করে কিছু বলার নেই।
  • Înšigniã Āvî ০৪/১০/২০১৩
    অসাধারণ
  • তুমি চলে যাবার পর থেকে
    আমার সময় হারিয়ে গেছে কৃষ্ণগহ্বরে
    দুর্দান্ত কবিতা খুব ভালো লেগেছে
  • অসাধারন ছ্যাকা খাওয়া পদ্য :p আসলেই সুন্দর হয়েছে খুব ভাল লাগল
 
Quantcast