শেষ বিকেলের ধূসর আলোয়
শেষ বিকেলের ধূসর আলোয় আমি বসে আছি
মেঘলা আকাশে আঁখি দুটি রেখে—
ক্ষিপ্র পথিকের মত এক খণ্ড কালো মেঘ
দ্রুত হেটে যাচ্ছে
জানি না কোন দেশেতে...
আমি প্রশ্ন করি :
মেঘ, তুমি কি আর কখনো ফিরে আসবে না?
অভিমানী মানবীর মত মুখ লুকিয়ে সে চলে যায়;
নিঃশব্দ নিরুত্তর সে চলে যায়;
অদৃশ্য হয়ে যায় দিগন্তে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩বেশ ভালো ছবিটা আরো ভালো
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩বুঝি এমন প্রশ্নের কোন উত্তর তার জানা নেই
তাই তার থামা নেই পৃথিবীতে নামা নেই
চমৎকার কবিতা ভালো লেগেছে -
বিশ্বজিৎ বণিক ০২/১০/২০১৩সরল ভাষা ,
চমৎকার লেগেছে । -
Înšigniã Āvî ০২/১০/২০১৩চাঁদের পাশে যে মেঘের বাড়ি সেখানে বোধহয় চলে যায়,
সুন্দর লাগলো কবিতা,