তোমার চলে যাবার পদধ্বনি
তোমার চলে যাবার পদধ্বনি
আমি আজো শুনতে পাই ।
সেই নিঃশব্দ দুপুর, অশ্রুসিক্ত চোখাচোখি
রক্তে রক্তে তোলে
অবসাদের ঝড়
চেপে ধরে হৃৎপিণ্ড—
মুমূর্ষু মানুষের মতন কাতরাতে থাকি!
আমার দুঃখেরা আজ বড় বেশি পৈশাচিক,
বড় নির্মম তাদের আচরণ—
শব্দহীন মধ্যরাতে
সঙ্গম করে অশ্রুর সাথে!.........
জানিনা তোমার দুঃখেরা কেমন আছে ।
তোমার কাজলমাখা আঁখি, চ্যাপ্টা নাক, গোলাপী জিব—
সবি আমার কাছে অস্পষ্ট হয়ে গেছে!
আজো অস্পষ্ট হয় নি—
তোমার চলে যাবার পদধ্বনি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুজিবুর রহমান মুনীর ৩০/০৯/২০১৩
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৯/২০১৩অনেক সুন্দর কবিতা অনেক দুঃখের কবিতা ভালো লেগেছে
-
মুজিবুর রহমান মুনীর ২৯/০৯/২০১৩আপনার ছড়াল এক করুণ বিউগল ধ্বনি
আমার বুকের পাঁজর ভেঙে ওপারে জড়াল তার প্রতিধ্বনি। -
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩মন কেড়ে নিলো
-
ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩তুমি গুরু ভালো কী আর বলব বরাবরই ভালো লিখো
-
সুবীর কাস্মীর পেরেরা ২৯/০৯/২০১৩চলে যাওয়া কত ব্যথিত করে তা পেলাম এখানে।
আমার বুকের পাঁজর ভেঙে ওপারে গড়াল তার প্রতিধ্বনি।
বেশ ভাল মানের কবিতা গাঁথুনি।