www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আনন্দ বেদনার নিত্যসঙ্গী



বিচিত্র রঙে রঙিন মাতৃভূমির এই নিসর্গ
আমার আনন্দ বেদনার নিত্যসঙ্গী—
মধ্যরাতে যখন ঘুম ভেঙে যায়,
চেয়ে থাকি ধূসর আকাশে—
যেন শুভ্র নক্ষত্ররাজি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ।
মাঝে মাঝে জানি না কোন সুদূর হতে
ভেসে আসে বড় সকরুণ সুর—
আমি শুনতে পাই, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া
সেইসব আপন মানুষের ক্রন্দন,
নক্ষত্রের ঠিকানায় এখন যাদের বসবাস ।

সূর্যের সোনালি স্পর্শে ভোর হয়ে যায় রাত—
নিস্তব্ধ শয়নগৃহে এক চিমটি রক্তিম আলো
আমার ঘুমন্ত চোখে এসে চুমু খায়
পিপাসার্ত নারীর মতন ।
জাগ্রত হয়ে বাইরে ছুটে আসি—
চারপাশজুড়ে সোনামাখা রৌদ্রের প্লাবন;
কচি কচুপাতার উপর হেসে আছে রুপোলি শিশির ।


দুপুরের তেজস্বী আলোয়
ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠে শীতল মাটি;
হৃদয়ে আমার নেমে আসে অবসাদ—
যেন আমি এক ক্লান্ত নিঃসঙ্গ পথিক
দাঁড়িয়ে আছি মরুভূমির বুকে;
স্মৃতির পাতায় ভেসে উঠল
এক ক্রোধার্ত প্রেমিকের অবসন্ন মুখচ্ছবি—
প্রেমিকার প্রবঞ্চনা সইতে না পেরে
যে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল নদীর প্রবল তরঙ্গে ।

মূহর্তেই ঘন কালো মেঘে
অন্ধকারে নিমজ্জিত হল চারপাশ—
সেইসাথে বিকট শব্দে ডেকে উঠলো আকাশ;
আমার পিপাসার্ত নয়নে টুপ টপ করে ঝরে পড়া বৃষ্টি
প্রাণের গভীরে জাগিয়ে তুলল নির্মল প্রশান্তি—
যেন বৃষ্টির স্রোতে আমি ভেসে যাচ্ছি ঠিকানাবিহীন পথে
শুকনো পল্লবের মত ......
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৭/০৯/২০১৩
    মনোগ্রাহী বর্ণনা.....
    খুব, খুব ভাল লাগলো ।
  • אולי כולנו טועים ২৭/০৯/২০১৩
    rangamatir ai bridge tite beriyechhi onek...
    kobita khub valo laglo !!
  • দারুণ একেছ সালমান ভাই
 
Quantcast