কচি কলাপাতার মতন একটু সবুজ আলো
কচি কলাপাতার মতন একটু সবুজ আলো
তার উষ্ণ ঠোঁটে
যেদিন প্রথম চুমু খেলো
আমার চোখের কোণে
জমাট বেঁধে থাকা শিশিরে—
তারপর থেকে আমার দুঃখেরা হাসতে শিখেছে;
আমি ভুলে গেলাম—
আমার ভালোবাসার গোলাপগুলো
কোন এক নিভৃত সন্ধ্যায় নীরবেই ঝরে গিয়েছিলো ......
ভালোবাসার কুসুমবাগে আজ অনেক ফুল ফুটেছে—
মধুপিয়াসী ভ্রমর
রাঙ্গা ঠোঁটে
এঁকে যায় সোনালি দিনের স্বপ্ন;
হিম হাওয়ার শীতল স্পর্শে
পাপড়িগুলি কেঁপে উঠে
ক্ষণিক সময় পর পর ।
হয়তো এই সবুজ আলো একদিন নিভে যাবে,
সন্ধ্যার ধূসর অন্ধকারে
ঝরে যাবে সব ফুল!
সেই দুঃসময়ে দুঃখগুলো কি আবার
সিক্ত হবে চোখের শিশিরে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩--মুগ্ধতা কেবলই মুগ্ধতা--
-
নাজমুন নাহার ২৬/০৯/২০১৩অনবদ্য
-
সহিদুল হক ২৬/০৯/২০১৩উপমার ব্যবহার খুব সুন্দর!
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩ছবিটা দারুন....
আর কবিতাও অসাধারণ । -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৬/০৯/২০১৩হয়তো নতুন করে
স্বপ্নগুলো প্রাণ পাবে
উড়ে যাবে প্রজাপতির মতো
সবুজ আলোর পথ ধরে
-চমৎকার পবিবেশনা