www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিন বদলের গান

       
        এসো সবে একি সুরে গাই দিন-বদলের গান—
       মানুষ হয়ে সইবো না মোরা মানুষের অপমান ।
সব ভেদাভেদ ভুলে
মনের দুয়ার খুলে
       এসো সবে একি সুরে গাই দিন-বদলের গান ।


       নিরীহ শ্রমিক আজ নির্দয় বঞ্চনার শিকার—
       দানবেরা রক্ত চোষে গড়ছে সম্পদের পাহাড়;
ওরে শোষক-সমাজ
তোদের বলছি আজ—
       ফিরিয়ে দিতে হবেই হবে তার ন্যায্য অধিকার ।


       ধর্মের দোহাই দিয়ে যারা মুক্তিকে করেছে রুদ্ধ,
       ফতোয়ার ছলে যারা নিজেদের দাবি করে শুদ্ধ;
এই ভণ্ডদের সাথে
নগ্ন তলোয়ার হাতে
       ভয়হীন দৃঢ়চিত্তে আজ হতে শুরু হোক যুদ্ধ ।


       আগামীর সম্ভাবনা : দুটি শিশু খাবারের জন্য
       কুকুরছানার মত ঘুরছে ডাস্টবিনে হয়ে হন্য;
মানবতার বিচারে  
এদের মুখের দ্বারে
       ভালোবাসার পরশ দিয়ে তুলে দিতে হবে অন্ন ।


       কত শুনেছি : ডাক্তার হলো মানবতার সেবক,
       অর্থের নেশায় আজ সে সবচেয়ে বড় শোষক;
তাকিয়ে দীনের মুখে  
তাঁর অন্ধকার বুকে
       ফুটে উঠুক সুশান্ত সকালের সুবর্ণ আলোক ।


       লোহার খাঁচায় বন্দি অসহায় নারীর জীবন;
       প্রবঞ্চনার শিকার হলে মুক্তির পথ মরণ !
সব লৌহ খাঁচা ভেঙ্গে
দুর্মর দুর্বার বেগে
        ওরে তোরা ছুটে আয়, গড়ে তোল্‌ মুক্তি-আন্দোলন ।


       এসো আলিঙ্গন করি, ভেঙে দিয়ে সব অভিমান—
       ব্যর্থতা্র গ্লানি মুছে করি নব রত্নে্র সন্ধান;
সব ভেদাভেদ ভুলে
মনের দুয়ার খুলে
       এসো সবে একি সুরে গাই দিন-বদলের গান ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দিন বদলের গান গাই দিন বদলের গান
    সহসা আসছে সুদিন বলে আমার প্রাণ
    খুব ভালো পাশে থাকবো
  • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
    খুব ভাল গান.......

    সবাই যদি এরকমই ভাবতো সত্যি দিন বদল হতো...
    এক নতুন সূর্য উঠত ।
  • শফিক মাহমুদ ২৫/০৯/২০১৩
    দিন বদলের পথে ও মন
    আয়রে ছুটে আয়,
    এ সে পথ আছে যে বাঁধা
    প্রান যাবে যাক।

    অনেক ভালো লেগেছে।
 
Quantcast