www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা ও আমি

মাঝে মাঝে কবিতাকে আমি দমিয়ে রাখার চেষ্টা করি;
কিন্তু কবিতা যেন এক অবাধ্য বালক -
আমার ভিতরে সারাক্ষণ
খাঁচায় বন্দি পাখির মত ডানা ঝাপটাতে থাকে;
সশব্দে চিৎকার করে উঠে -
আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো ।
দাঁত মুখ খিচে আমি চোখ রাঙাতে থাকি;
তাতে সে মোটেও শান্ত হয় না -
যেন কেউ একজন আমার দিকে
বন্দুকের নল উঁচিয়ে বলছে -
আমাকে মুক্ত করো, নইলে ...

অবশেষে কবিতার কাছে আমি অসহায় !
খুলে দিই মনের সবগুলো দরজা -
মুক্ত পাখির মতন সে বাধাহীন উড়তে থাকে...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনবদ্য সালমান ভাই
  • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
    সব কবিরই একই অবস্থা....
    দারুন লাগলো ।
 
Quantcast