www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই বুকের ভিতর


কথা বলো না জোনাকি -
বাধ্য বালিকার মত চুপ করে শুয়ে থাকো
এই বুকের ভিতর ।

সমস্ত দিনের পরিশ্রম শেষে তুমি এখন অনেক ক্লান্ত -
সন্ধ্যার আকাশের মত বিষণ্ন তোমার মুখ,
রক্তাভ ঠোঁট দুটোর চারপাশে বিন্দু বিন্দু অগ্নিময় স্বেদ;
আর একটি কথাও বলো না জোনাকি -
চুপ করে শুয়ে থাকো এই বুকের ভিতর ।

যেমন মেঘের কোলে শুয়ে থাকে চাঁদ,
সবুজ ঘাসের ‘পর নীল প্রজাপতি -
তেমনই নিঃশব্দ শুয়ে থাকো
এই বুকের ভিতর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • ভালো হয়েছে।
    • সালমান মাহফুজ ২৪/০৯/২০১৩
      ধন্যবাদ সাখাওয়াৎ
  • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
    খুব সুন্দর কবিতা,
    শব্দচয়ন সুপার্ব....
    যা সহজেই মনকে ছুয়ে যায় ।
  • মোকসেদুল ইসলাম ২৪/০৯/২০১৩
    সুন্দর শব্দের গাঁথামালা, ভাল লাগা জানাই কবি।
  • যত কষ্ট, যত দুঃখ, বৃহৎ কিংবা অতি সূক্ষ্ম, নিশব্দে শুয়ে থাকো এই বুকের ভিতর- কবিতা খুব সুন্দর হয়েছে
 
Quantcast